শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

শাহজালাল বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের প্লেনে ওঠার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

গতকাল বুধবার (১৪ই জানুয়ারি) সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন প্রতিবন্ধী যুবক বিমানবন্দরে ফ্লাইট ধরার জন্য হুইলচেয়ারে করে শাটল বাসে ওঠেন। পরে সেই শাটল বাস থেকে নেমে বিমানে ওঠেন। এই সময়টুকুতে তার স্ট্র্যাগল ছিল চোখে পড়ার মতো।

একই সঙ্গে এই চিত্র বিমানবন্দরে প্রতিবন্ধীদের অব্যবস্থাপনাকে প্রশ্নের মুখে ফেলেছে। ভিডিওতে দেখা যায়, বাস থেকে নামতে ওই যুবকের অনেক কষ্ট হচ্ছে। এক হাতে হুইলচেয়ার ধরে সেটা ঠেলে দিচ্ছেন। তারপর নিজে নামছেন।

অনেক পরে তাকে একজন সহায়তা করতে এগিয়ে আসেন। এরপর হুইলচেয়ারে উঠে বিমানের কাছে যান। এরপর বিমানের সিঁড়িতে ফের সংগ্রাম। অনেকেই এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

একজন লিখেছেন, যারা প্রতিবন্ধী তাদের জন্য লিফটের মতো কিছু একটা সিস্টেম থাকা উচিত। একজন ভ্লগার ভারতেও এই ব্যবস্থানাপনার চিত্র দেখিয়েছেন ভিডিওতে। আরেকজন ভারতের একটি বিমানবন্দরে উন্নত ব্যবস্থাপনার ভিডিও শেয়ার করেছেন। 

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের একটি বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে যাওয়ার সময় একজন হুইলচেয়ারের যাত্রী কত উন্নত সেবা পাচ্ছেন। ওই ভিডিওতে দেখা যায়, একজন সহায়তাকারী সার্বক্ষণিক হুইলচেয়ারের যাত্রীর সঙ্গে রয়েছেন। বিমানে ওঠার জন্যও হুইলচেয়ারের জন্য আলাদা প্যাসেজ রয়েছে।

অথচ ঢাকায় বিমানবন্দরে সিঁড়ি দিয়ে সংগ্রাম করে একজন প্রতিবন্ধী যুবককে উঠতে হচ্ছে। এটাই নানা প্রশ্ন তৈরি করেছে। প্রশ্নের মুখে ফেলেছে বিমানবন্দরের ব্যবস্থাপনাকে। এক নেটিজেন লিখেছেন, এখানে পরীমনি বা হিরো আলম অথবা লায়লা থাকলে গাড়ি দিয়ে আসত।

প্রতিবন্ধী যুবক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250