শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

ফিরেই ভেলকি দেখালেন মেসি, নাটকীয় জয়ে ফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রত্যাবর্তনের গল্প লিওনেল মেসির চেয়ে আর ভালো কে লিখতে পারবেন? চোটে পড়ায় ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ মিস করেছেন তিনি। কিন্তু মাঠে কি তাকে দেখে সেটা বোঝার কোনো উপায় আছে! দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন। প্রতিপক্ষের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিতে ওস্তাদ আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় আজ (২৮শে আগস্ট) ভোরে চেজ স্টেডিয়ামে লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল অরলান্ডো সিটি। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসি শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। ফাইনালে যখন অরলান্ডো সিটি এক পা দিয়েই রেখেছিল, সেই মুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ড দেখালেন জাদু।

১১ মিনিটের মধ্যে করলেন জোড়া গোল। মেসির শেষ মুহূর্তের ম্যাজিকে ৩-১ গোলে জিতে লিগস কাপের ফাইনালের টিকিট কেটেছে মায়ামি।

ম্যাচের ৮ মিনিটেই আজ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের পাস রিসিভ করে ডান পায়ে শটও নেন রদ্রিগো ডি পল। তবে ঠিকমতো সংযোগ করতে পারেননি ডি পল। শুরু থেকেই এভাবে আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি।

ইন্টার মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি ও অরলান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে নিশ্চিত কিছু গোল প্রতিহত করেছেন। পাশাপাশি দুই দলের ফিনিশিংয়েও দুর্বলতা লক্ষ্য করা গেছে।

আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকা ম্যাচের প্রথমার্ধের শেষে এসে দেখা মেলে গোলের। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন অরলান্ডো সিটির মিডফিল্ডার মার্কো পাসালিচ। তাকে অ্যাসিস্ট করেন লুইস মুরিয়েল।

প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ৩২ মিনিট লিডটা ধরে রাখে অরলান্ডো। ৭৭ মিনিটে মেসির পেনাল্টি থেকে করা গোলে সমতায় ফেরে মায়ামি।

সমতায় ফেরার পর ইন্টার মায়ামিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৮৮ মিনিটে মেসি করেন দ্বিতীয় গোল। জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। যোগ করা সময়ে মায়ামি পায় তৃতীয় গোলের দেখা।

৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। তাকে অ্যাসিস্ট করেন সুয়ারেজ। শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ৩-১ গোলে জিতেই লিগস কাপের ফাইনালে ওঠে মায়ামি।

২০২৩ সালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ইন্টার মায়ামিতে যান মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবে নিজের প্রথম মৌসুমেই জেতেন লিগস কাপের শিরোপা। পরবর্তীতে ২০২৪ সালে আর্জেন্টাইন ফরোয়ার্ড পেয়েছেন সাপোর্টার্স শিল্ডের পুরস্কার। ইন্টার মায়ামিতে গত দুই বছরে এই দুটি পুরস্কারই জিতেছেন মেসি।

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন