বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মনোনয়ন ফরম বিতরণ শুরু আগামীকাল *** শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা *** আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে: মির্জা ফখরুল *** ‘খাসোগি হত্যার বিষয়ে' কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প *** সাংবাদিক মিজানুরকে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা: ‘তদন্তের পর জানতে পারব’ *** 'ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন' *** রয়টার্সের পোস্ট ভুলভাবে উদ্ধৃত করে প্রচার *** সাংবাদিক সোহেলকে বাসা থেকে তুলে আনার কারণ জানাল ডিএমপি *** সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ *** জীবনকে নতুন করে চিনতে শেখায় ‘সিদ্ধার্থ’

যেখানে এক টাকায় মিলছে ডিম-মুরগি-তেল!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে যেখানে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম-মুরগি ও তেল। অথচ এইসব পণ্য পাওয়া যাচ্ছে মাত্র এক টাকাই। অবিশ্বাস্য হলেও সত্য, বর্তমানেই এমন বাজারের দেখা মিলেছে বরিশালে। যেখানে ব্রয়লার মুরগির দাম এক টাকা, সয়াবিন তেলের লিটার এক টাকা এমনকি এক ডজন ডিমের দামও মাত্র এক টাকা!

আসন্ন রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য বুধবার (২৮শে ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর মহিলা ক্লাবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এমন ভিন্নধর্মী বাজারের আয়োজন করা হয়।

নিত্য প্রয়োজনীয় ১৮টি পণ্য পাওয়া যায় এই বাজারে। মাত্র ১০ টাকার বিনিময়ে যেকোনো দশটি পণ্য বাছাই করে ব্যাগভর্তি বাজার করতে পারবেন গ্রাহকরা।

উপকারভোগীরা জানান, বর্তমান বাজারে যেখানে ১০ টাকায় একটি ডিম পাওয়া কঠিন বিষয়; সেখানে দশটি পণ্য পাওয়ায় খুশি তারা।  এমন আয়োজন রোজার মাসে বাজার নিয়ে তাদের দুশ্চিন্তা কমিয়েছে বলেও জানান তারা।

আয়োজকরা জানান, প্রতিবছর রমজান এলেই দ্রব্যমূল্য সীমাহীনভাবে বেড়ে যায়; যা মানুষের নাগালের বাইরে চলে যায়। এখানে মাত্র ১০ টাকার বিনিময়ে মোট ১৮টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য নিতে পারছেন একটি নিম্ন আয়ের পরিবার। যার বর্তমান বাজারমূল্য প্রায় দেড় হাজার টাকা। 

ওআ/


বাজার ডিম-মুরগি-তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250