বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইভ্যালি নিয়ে বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইভ্যালির ভবিষ্যত করণীয় বিষয়ে বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (২৪শে জানুয়ারি) দুপুরে বৈঠকে বসার কথা রয়েছে। জানা গেছে, সম্প্রতি গ্রাহকের টাকা পরিশোধ করে ব্যবসায় পুরো দমে ফেরার ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে ইভ্যালি। তাদের চিঠির প্রেক্ষিতে বৈঠকে বসছে মন্ত্রণালয়।

ই-কমার্সের বিষয়টি নিয়ে কাজ করা বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, মূলত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল এ বিষয়ে একটি চিঠি দিয়েছে মন্ত্রণালয়কে। সেটি নিয়েই আমরা বৈঠকে বসছি। সেখানে হয় আলোচনা করে বাস্তবতা বুঝা যাবে।

আরো পড়ুন: দেশের রাস্তায় নামছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড

এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি চলতি জানুয়ারি মাস থেকে গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে শুরু করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল। এছাড়া আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সব দেনার টাকা ইভ্যালি পরিশোধ করা শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, ইভ্যালির খুব একটা টাকা গেটওয়েতে নেই। বিকাশ, নগদে কিছু টাকা হয়ত রয়েছে। কিন্তু সেটি দিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধ করা সম্ভব না। সুতরাং এটি কীভাবে সমাধান হবে সেটি বলা মুশকিল।

এইচআ/ আই.কে.জে/


বৈঠক বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালি

খবরটি শেয়ার করুন