ছবি: সংগৃহীত
ঢাকার জার্মান দূতাবাস আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) বন্ধ থাকবে। সোমবার (২২শে ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে জার্মান দূতাবাস।
দূতাবাস জানায়, জার্মানির দূতাবাস ২৪ ও ২৫শে ডিসেম্বর ২০২৫ তারিখ বন্ধ থাকবে। আগামী ২৮শে ডিসেম্বর দূতাবাস পুনরায় কার্যক্রম শুরু করবে।
উল্লেখ্য, আগামী ২৫শে ডিসেম্বর বড় দিনের ছুটি। ওইদিন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মের দিনে এই উৎসবটি পালিত হয়। বড় দিনের ছুটির পরে আগামী ২৬-২৭শে ডিসেম্বর সরকারি ছুটি।
জে.এস/
খবরটি শেয়ার করুন