শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রবাসীর স্বর্ণ ছিনতাই, পুলিশ কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে তল্লাশির নামে প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাই করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শকসহ দুজন আটক হয়েছেন। রোববার (১৯শে মে) বিকেলে ৩টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে তাদের আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। অভিযুক্ত পুলিশ সদস্য আমিনুল ইসলাম খুলশী থানায় কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোখলেছুর রহমান।

ভুক্তভোগী সৌদি প্রবাসী আবদুল খালেক গণমাধ্যমকে জানান, গত ১২ই মে সৌদি আরব থেকে দেশে আসেন তিনি। সৌদি আরবে থাকা আরেক ছোট ভাই এক আত্মীয়ের মাধ্যমে ১৬ ভরি ওজনের ৮টি বালা দেশে পাঠায়। স্বর্ণ রিসিভ করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৬ নম্বর বাসে করে কোতয়ালীর দিকে ফিরছিলেন আবদুল খালেক। 

দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় বাসটি আসলে পুলিশ আমিনুল ইসলামসহ আরও কয়েকজন জোর করে তল্লাশির নামে বাস থেকে নামিয়ে নেয়। তাকে সিএনজিতে উঠিয়ে নগরীর বিভিন্ন সড়কে ঘুরিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

আরো পড়ুন: প্রতিবন্ধী বাবার কন্যা হালিমা পেলেন জিপিএ-৫, তবুও অনিশ্চিত কলেজ ভর্তি

এসময় তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে স্বর্ণসহ আটক করে। একইসঙ্গে খুলশী থানার সোর্স হিসেবে পরিচিত জাহেদকেও আটক করা হয়। পরে খুলশী থানা-পুলিশের একটি দল তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।'

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান গণমাধ্যমকে জানান, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জনতার হাতে আটক অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সাধারণ মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সময় আমিনুল ইসলাম ডিউটিরত ছিলেন বলে জানা গেছে।

এইচআ/ 

প্রবাসী স্বর্ণ ছিনতাই

খবরটি শেয়ার করুন