শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারের সঙ্গে শাহরুখ, সালমান, আমির, পেছনের গল্প কী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ‘মিস্টারবিস্ট’। যার আসল নাম জিমি ডোনাল্ডসন। সম্প্রতি তিনি এমন একটি ছবি প্রকাশ করেছেন, যা দেখে বলিউডপ্রেমীরা রীতিমতো উচ্ছ্বসিত। 

শুক্রবার (১৭ই অক্টোবর) ভোরে সৌদি আরবের রিয়াদের এক তারকাখচিত আয়োজনে তিনি পোজ দিয়েছেন শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সঙ্গে—এক ফ্রেমে তিন খানকে দেখা যেমন বিরল ঘটনা, এর সঙ্গে মিস্টারবিস্টের মতো জনপ্রিয় কেউ যোগ দিলে এ নিয়ে আলোচনা না হয়ে কি পারে?

ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে মিস্টারবিস্ট লিখেছেন, ‘হেই ইন্ডিয়া, আমরা কি সবাই একসঙ্গে কিছু করতে পারি?’ এই এক বাক্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন, তাহলে কি বলিউডের তিন খান ও মিস্টারবিস্টের যুগলবন্দী কোনো প্রজেক্ট আসছে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

ছবিতে শাহরুখ ও সালমান খানকে ফরমাল স্যুট, আর আমিরকে কালো কুর্তা ও সাদা পায়জামায় দেখা যায়। কালো পোশাকে আলাদা নজর কেড়েছেন মিস্টারবিস্ট।

ভারতজুড়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘মুকেশ আম্বানির পর কেবল মিস্টারবিস্টই তিন খানকে এক ফ্রেমে এনেছেন।’ আরেকজনের মন্তব্য, ‘শাহরুখ, সালমান, আমির আর মিস্টারবিস্ট—এবার কি কোনো নতুন কলাব আসছে?’

তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমা শাসন করছেন শাহরুখ, সালমান ও আমির। একসময় পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এখন তাদের সম্পর্ক অনেক আন্তরিক, একে অপরের কাজেও সমর্থন দেন নিয়মিত। শেষবার তিনজনকে একসঙ্গে দেখা গিয়েছিল আমির খানের ‘সিতারে জমিন পার’ ছবির বিশেষ প্রদর্শনীতে। এ ছাড়া তারা আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘ব্যা***ডস অব বলিউড’-এও ছিলেন, যদিও একই দৃশ্যে নয়।

জে.এস/

শাহরুখ খান আমির খান সালমান খান মিস্টারবিস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250