রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। প্রতিবছরই এদিন রাত ১২টা ১ মিনিটে প্রিয়জনদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন তিনি। এই কথাসাহিত্যিকের ৭৬তম জন্মবার্ষিকী নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। 

বুধবার (১৩ই নভেম্বর) দিনব্যাপী নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নানা কর্মসূচি উদযাপন করা হয়েছে। হুমায়ূন আহমেদ তার পিতৃভূমি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে কোরআন খতমের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতাপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ‘বিষাদ সিন্ধু’ রচয়িতা মীর মশাররফ হোসেনের জন্মদিন আজ

আলোচনা সভায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা।

প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, পল্লী এলাকায় উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়ন কুতুবপুরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দীর্ঘকাল থেকে শিক্ষায় অবহেলিত ছিল এএলাকার মানুষ। তাই হুমায়ুন আহমেদ তার মা আয়েশা ফয়েজের অনুরোধে এখানে এ স্কুলটি প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে মাত্র ৪৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বর্তমানে স্কুলটিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী এবং ১৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ২০২২ সালে জুনিয়র স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে এমপিওভুক্ত করা হয়েছে। 

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুরে হুমায়ূন আহমেদের জন্ম। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তার এক ভাই বিজ্ঞান কল্পকাহিনীর লেখক বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। অন্য ভাই আহসান হাবীব কার্টুনিস্ট ও রম্যলেখক। 

হুমায়ূন আহমেদ তার দীর্ঘ চার দশকের সাহিত্যজীবনে উপহার দিয়েছেন সাড়া জাগানো সব উপন্যাস। তৈরি করেছেন হিমু, মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্র। নির্মাতা হিসেবেও উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক এবং চলচ্চিত্র। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার উল্লেখযোগ্য।

এসি/ আই.কে.জে/

হুমায়ূন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন