সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

টাকার মধ্যেই ভ্রমণ করুন কয়েকটি দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৪

#

লাখ টাকার মধ্যে ভ্রমণ

দেশের বাইরে বেড়াতে যেতে চান। সীমিত বাজেটে কোথায় ঘুরবেন তা খুঁজে হয়রান? তাহলে এই লেখাটি আপনার জন্য।

যদিও গত কয়েকবছরে বিদেশ ভ্রমণের খরচ অনেক বেড়েছে। বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখার আগেই পকেটে রাখতে হচ্ছে লাখ টাকা! আপনি যদি ভ্রমণ করতে ভালোবাসেন, আর পকেটে থাকে লাখ টাকা; তাহলে ঘুরে আসতে পারেন নয়নাভিরাম ৫টি দেশ—

ভিয়েতনাম

পকেটে ৮০ হাজার থেকে লাখখানেক টাকা থাকলেই আপনি ঘুরে আসতে পারবেন সুন্দর এই দেশ থেকে। ভিয়েতনাম প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন মঠে পরিপূর্ণ একটি সুন্দর দেশ। দেশটির চা-সংস্কৃতি অনেক সমৃদ্ধ। 

থাইল্যান্ড

এশিয়ার অন্যতম সুন্দর দেশ থাইল্যান্ড। থাইল্যান্ডের জুতা, ব্যাগ, কসমেটিক্সসহ জুয়েলারিরও কদর রয়েছে পর্যটকদের কাছে। প্রাচীন মন্দির, সুন্দর দ্বীপ, সৈকতসহ নজরকাড়া সব রিসোর্ট থাইল্যান্ডের আকর্ষণ আরো বাড়িয়েছে। এ দেশে ঘুরতে যাওয়ার জন্য অনেক পর্যটকরাই মুখিয়ে থাকেন। 

ইন্দোনেশিয়া

লাখ টাকার বাজেট নিয়ে আপনি ভালোভাবে ঘুরে আসতে পারবেন ইন্দোনেশিয়া থেকে। এটি এমন এক দেশ—যেখানে একই সঙ্গে পাহাড়ের পাশাপাশি সমুদ্র উপভোগ করা যায়। ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সেখানকার বালি সমুদ্রসৈকত বিশ্বের সেরা সমুদ্রসৈকতগুলোর মধ্যে একটি। 

আরো পড়ুন: ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন ‘বাংলার দার্জিলিং’

শ্রীলঙ্কা

লাখ টাকা বাজেটে আপনি সহজেই শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন। গ্রীষ্মমণ্ডলীয় ও আড়ম্বরপূর্ণ এ দেশে বাসস্থান, খাবার ও পরিবহন বেশ সস্তা। তাই বাজেটের মধ্যে খুব সহজেই ঘুরে আসতে পারেন শ্রীলঙ্কা। যদি আরেকটু পরিকল্পনামাফিক চিন্তা করেন, এর সঙ্গে মালদ্বীপও যোগ করতে পারেন। যদিও বাড়তি কিছু টাকা খরচ হবেই।

সিঙ্গাপুর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি হলো সিঙ্গাপুর। সঠিকভাবে পরিকল্পনা করা হলে এ দেশেও খুব সহজে ভ্রমণ করতে পারেন কম বাজেটের মধ্যেই। সুন্দর রাস্তাঘাট, জনপ্রিয় সব স্থাপত্য, খাবারের দোকান দিয়ে পরিপূর্ণ সিঙ্গাপুর। প্রকৃতিপ্রেমী ও ভোজনরসিকদের জন্য আদর্শ এক স্থান সিঙ্গাপুর। 

এসি/ আই.কে.জে/

ভ্রমণ লাখ টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন