বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন *** শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ

টাকার মধ্যেই ভ্রমণ করুন কয়েকটি দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৪

#

লাখ টাকার মধ্যে ভ্রমণ

দেশের বাইরে বেড়াতে যেতে চান। সীমিত বাজেটে কোথায় ঘুরবেন তা খুঁজে হয়রান? তাহলে এই লেখাটি আপনার জন্য।

যদিও গত কয়েকবছরে বিদেশ ভ্রমণের খরচ অনেক বেড়েছে। বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখার আগেই পকেটে রাখতে হচ্ছে লাখ টাকা! আপনি যদি ভ্রমণ করতে ভালোবাসেন, আর পকেটে থাকে লাখ টাকা; তাহলে ঘুরে আসতে পারেন নয়নাভিরাম ৫টি দেশ—

ভিয়েতনাম

পকেটে ৮০ হাজার থেকে লাখখানেক টাকা থাকলেই আপনি ঘুরে আসতে পারবেন সুন্দর এই দেশ থেকে। ভিয়েতনাম প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন মঠে পরিপূর্ণ একটি সুন্দর দেশ। দেশটির চা-সংস্কৃতি অনেক সমৃদ্ধ। 

থাইল্যান্ড

এশিয়ার অন্যতম সুন্দর দেশ থাইল্যান্ড। থাইল্যান্ডের জুতা, ব্যাগ, কসমেটিক্সসহ জুয়েলারিরও কদর রয়েছে পর্যটকদের কাছে। প্রাচীন মন্দির, সুন্দর দ্বীপ, সৈকতসহ নজরকাড়া সব রিসোর্ট থাইল্যান্ডের আকর্ষণ আরো বাড়িয়েছে। এ দেশে ঘুরতে যাওয়ার জন্য অনেক পর্যটকরাই মুখিয়ে থাকেন। 

ইন্দোনেশিয়া

লাখ টাকার বাজেট নিয়ে আপনি ভালোভাবে ঘুরে আসতে পারবেন ইন্দোনেশিয়া থেকে। এটি এমন এক দেশ—যেখানে একই সঙ্গে পাহাড়ের পাশাপাশি সমুদ্র উপভোগ করা যায়। ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সেখানকার বালি সমুদ্রসৈকত বিশ্বের সেরা সমুদ্রসৈকতগুলোর মধ্যে একটি। 

আরো পড়ুন: ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন ‘বাংলার দার্জিলিং’

শ্রীলঙ্কা

লাখ টাকা বাজেটে আপনি সহজেই শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন। গ্রীষ্মমণ্ডলীয় ও আড়ম্বরপূর্ণ এ দেশে বাসস্থান, খাবার ও পরিবহন বেশ সস্তা। তাই বাজেটের মধ্যে খুব সহজেই ঘুরে আসতে পারেন শ্রীলঙ্কা। যদি আরেকটু পরিকল্পনামাফিক চিন্তা করেন, এর সঙ্গে মালদ্বীপও যোগ করতে পারেন। যদিও বাড়তি কিছু টাকা খরচ হবেই।

সিঙ্গাপুর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি হলো সিঙ্গাপুর। সঠিকভাবে পরিকল্পনা করা হলে এ দেশেও খুব সহজে ভ্রমণ করতে পারেন কম বাজেটের মধ্যেই। সুন্দর রাস্তাঘাট, জনপ্রিয় সব স্থাপত্য, খাবারের দোকান দিয়ে পরিপূর্ণ সিঙ্গাপুর। প্রকৃতিপ্রেমী ও ভোজনরসিকদের জন্য আদর্শ এক স্থান সিঙ্গাপুর। 

এসি/ আই.কে.জে/

ভ্রমণ লাখ টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন