শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ১০ই এপ্রিল থেকে ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। সূচি অনুযায়ী, ১৩ই এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান উৎসব বৈসাবি পড়ায় সূচি পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষাটি পেছানো হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ১৩ই এপ্রিলের পরিবর্তে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ১৩ই মে অনুষ্ঠিত হবে। তাছাড়া, ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১৯শে ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসএসসির সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ই মে থেকে ২২শে মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ১২ই ডিসেম্বর প্রকাশিত পরীক্ষার সূচিতে ১০ই মে থেকে ১৮ই মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

হা.শা./কেবি

এসএসসি ও সমমান পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন