ছবি: সংগৃহীত
ফিল্মফেয়ারে মনামী ঘোষের পোশাক মুগ্ধতা ছড়িয়েছে। একটি সাদার উপর লাল সুতোর নকশি কাঁথা ডিজাইনের স্লিভলেস গাউন পরেছিলেন। পিঠ ছিল সম্পূর্ণ উন্মুক্ত। তবে নেট দেওয়া ছিল তার এই গাউনের পিঠে। আর সেখানেই লেখা ছিল বাংলার বিখ্যাত নকশি কাঁথা স্টিচ একটি পদ্য।
মনামী ঘোষের এমন পোশাক কাণ্ডে অনেকেই মজা করে বাংলার উরফি জাভেদ বলে থাকেন। কখনো কখনো সাজ এবং হট ডিজাইনের পোশাক দিয়ে তিনি নজর কেড়ে নেন সবার। এদিনও ঠিক একই ঘটনা ঘটল ফিল্মফেয়ারে।
আরো পড়ুন: দরিদ্রদের মাঝে সেহরি বিতরণ করলেন দুই রাজ
মনামীর পিঠে লেখা ছিল— অস্ফুট সেই না বলা কথা / মনের আবেগের হারানো ব্যাথা / আঁকে আর লিখে শোক গাঁথা / কত স্বপ্ন দিয়ে বুনে, নকশি কাঁথা। এর সঙ্গে তিনি হাতে একটি বটুয়া ব্যাগ নিয়েছিলেন। আর চুলটাকে লাল ফিতে দিয়ে পুরনো দিনের স্কুল গার্লের মতো বেঁধে রেখেছিলেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় মনামীর পোস্টে লেখেন, মনোমুগ্ধকর। আর রূপাঞ্জনা মিত্র লেখেন, দুর্দান্ত দেখাচ্ছে তোকে। এছাড়াও নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় সেই পোস্টে।
সূত্র- হিন্দুস্তান টাইমস
এসি/ আই. কে. জে/