ছবি : সংগৃহীত
২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল করতে তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে আগামী ২৮শে নভেম্বর। টঙ্গীতে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের পাশে টিনশেডে চলবে জোড় ইজতেমা।
শনিবার (২৬শে অক্টোবর) তাবলিগ জামাতের ‘শূরায়ে নিজাম’ এর মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ব ইজতেমার মাঠ তুরাগ তীরের পাশের টিনশেড জোড় ইজতেমার জন্য প্রস্তুত করা হচ্ছে। এবারের জোড় ইজতেমায় তাবলিগের পুরোনো সাথীদের প্রায় ৬০ থেকে ৭০ হাজার মুসলির উপস্থিতি আশা করা হচ্ছে।
আরো পড়ুন : রাতের যে দোয়া আল্লাহ ফেরত দেন না
আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে এখনো ইজতেমার তারিখ জানা যায়নি। বিশ্ব ইজতেমার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। বিশ্ব ইজতেমা কীভাবে ভালোভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন এখন দুইটা গ্রুপ হয়ে গেছে। তাদের ভেতরে কিছু মতেরও পার্থক্য আছে।
তিনি বলেন, আমরা তাদের সঙ্গে বসব, যাতে তারা সবাই একটা ঐক্যমতে এসে ভালোভাবে ইজতেমা সম্পন্ন করতে পারে। এটা খুবই ভালো একটা অনুষ্ঠান, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিরাট একটা অনুষ্ঠান। এখানে বহু হুজুর যান এবং বহু দিকনির্দেশনা আসে।
এস/ আই.কে.জে