মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের ৪৩ শতাংশ ভোট, দলটিকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী *** সরকার সিদ্ধান্ত দিলে তা মানার বাধ্যবাধকতা থাকবে না, জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি *** রোহিঙ্গা ক্যাম্পে মুঠোফোনের সিম বিতরণ শুরু, আজ পাবেন ৫০০ জন *** পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের *** বাংলাদেশের সঙ্গে অভিবাসন জোরদারে আগ্রহী ইতালি *** সুরক্ষা আদেশ জারি: টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে গান-বাজনা নিষিদ্ধ *** জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না *** জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল *** দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে সতর্কতা জারি *** তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘ত্রুটির’ জন্য ক্ষমা চাইলেন বিবিসির চেয়ারম্যান

সুরক্ষা আদেশ জারি: টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে গান-বাজনা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত পর্যটন ও নৌ চলাচল, অবৈধ বালু উত্তোলন, নিষিদ্ধ চায়না জালের ব্যবহার, জলজ বন ধ্বংস, অতিরিক্ত বালাইনাশক ও রাসায়নিক সারের ব্যবহার এবং বর্জ্য নিঃসরণসহ পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ জারি করা হয়েছে।  

বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭ এ প্রদত্ত ক্ষমতাবলে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ জারি করেছে সরকার।

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর জন্য প্রতিপালনীয় নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে, হাওর অঞ্চলের পাখি, পরিযায়ী পাখি শিকার, পরিযায়ী পাখি সমৃদ্ধ অঞ্চলে বাণিজ্যিকভাবে হাঁস পালন, গাছ কাটা এবং হাওরের জলজ বনের কোনোরূপ ক্ষতিসাধন সম্পূর্ণ নিষিদ্ধ।

হাওরের জলজ গাছের (হিজল, করচ ইত্যাদি) ডাল কেটে ঘের নির্মাণ বা মাছের আশ্রয়ের কাঁটা হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।

পর্যটক, হাউসবোট অভয়াশ্রম বা সংরক্ষিত হিসেবে ঘোষিত এলাকাসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বা হাওর অধিদপ্তরের চিহ্নিত হাওরের সংবেদনশীল এলাকায় ( যেমন- পাখি বা মাছসহ জলজ প্রাণীর আবাসস্থল, প্রজনন কেন্দ্র বা বন্য প্রাণীর চলাচলের স্থান) প্রবেশ করতে পারবে না।

সরকারের অনুমতি ব্যতীত হাওর দু’টির এবং এর ভূমির শ্রেণি পরিবর্তন করা যাবে না এবং পরিবশগত ও সামাজিক প্রভাব নিরূপণ সাপেক্ষে সরকারের অনুমতি ব্যতীত হাওরের জলস্রোতের স্বাভবিক প্রবাহ বিঘ্নিত করা যাবে না।

হাওর এলাকায় ভূমি এবং পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট অথবা পরিবর্তন করতে পারে এমন কাজ করা যাবে না, শিক্ষা সফর ও বিদেশি পর্যটক পরিবহনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি গ্রহণ করতে হবে। অনুমোদনের শর্ত অনুযায়ী যাত্রী সংখ্যা নিয়ন্ত্রিত থাকবে।

কোনো হাউসবোট অথবা নৌ-যান যাত্রী সংখ্যার অধিক যাত্রী পরিবহন ও মাছ ধরার যন্ত্র অথবা ইক্যুইপমেন্ট বহন করতে পারবে না। নির্ধারিত রুট ছাড়া নৌ-যান চলাচল ও নোঙ্গর করতে পারবে না, দুযোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

আকস্মিক ঝড়, প্রবল বৃষ্টিপাত বা বজ্রপাতের আশংকাকালীন পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ট্যুর অপারেটর ও পর্যটককে স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে,  হাউসবোটে ও নৌ-যানে  উচ্চস্বরে গান-বাজনা ও কোনো পার্টি আয়োজন করা যাবে না।

হাউসবোট ও নৌ-যানের মালিক ও ট্যুর অপারেটরগণ তাদের পরিচালিত ট্যুরে শব্দ দূষণকরী অর্থাৎ উচ্চ আওয়াজ সৃষ্টিকারী ইঞ্জিন বা জেনারেটর ব্যবহারকে নিশ্চিতভাবে পরিহার করবে, হাউসবোটে ও  নৌ-যানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করতে পারবে না।

নিষিদ্ধ জালের ব্যবহার বা বৈদ্যুতিক শকের মাধ্যমে হাওরে মাছ শিকার করা নিষিদ্ধ, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত হাওরে বালু, পাথর বা মাটি ইজারা প্রদান ও উত্তোলন নিষিদ্ধ, শুষ্ক মৌসুমে হাওরের কোনো জলাধারের পানি সম্পূর্ণভাবে নিঃশেষ করা যাবে না।

ট্যুর অপারেটরেরা ১০০ ফুট দৈর্ঘ্যের অধিক নৌযান ও হাউসবোট পরিচালনা করতে পারবে না, হাওর এলাকা সংশ্লিষ্ট বসতবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের তরল ও কঠিন বর্জ্য হাওরে নির্গমন করা যাবে না।

হাওর অঞ্চলে পাকা সড়ক নির্মাণ পরিহার করতে হবে। তবে, জরুরি বা বিশেষ প্রয়োজনবোধে সড়ক নির্মাণের প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে এবং সরকার অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে এরূপ নির্মাণ কাজ শুরুর আগে অবশ্যই পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং সামাজিক প্রভাব মূল্যায়ন সম্পাদন করতে হবে।  

সুরক্ষা আদেশ প্রতিপালন করা বাধ্যতামূলক এবং সুরক্ষা আদেশ লঙ্ঘন বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

জে.এস/

সুরক্ষা আদেশ জারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগের ৪৩ শতাংশ ভোট, দলটিকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

সরকার সিদ্ধান্ত দিলে তা মানার বাধ্যবাধকতা থাকবে না, জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে মুঠোফোনের সিম বিতরণ শুরু, আজ পাবেন ৫০০ জন

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

বিএনপির নেতার বক্তব্যে ‘শেখ হাসিনা ও জিয়াউর রহমান’, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

Footer Up 970x250