ছবি : সংগৃহীত
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (২রা মে) সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। খবর বাসসের।
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ঢাকায় আজ সকালে বাতাসের গতি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. ছিল।
এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১লা মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়িতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন রংপুরের রাজারহাটে ২০ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যশোরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন রামগতি, যশোর ও বরিশালের খেপুপাড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস।