মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিল মার্চ *** গর্ভাবস্থায় ডায়াবেটিসে সন্তান অটিস্টিক হওয়ার ঝুঁকি থাকে: গবেষণা *** ‘দাগি’ সিনেমার প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ *** কমবে তাপমাত্রা, ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা *** বাংলাদেশের পোশাকে আমেরিকার শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান *** ‘মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত ১০ই এপ্রিল’ *** নিজের সিনেমার প্রচারে হলে ছুটছেন তারকারা *** বিশেষজ্ঞদের পরামর্শে প্রবাসীদের ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে: সিইসি *** এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজার আজ ঘুরে দাঁড়িয়েছে *** যারা শুল্ক কমানোর অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে: ট্রাম্প

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন জি এম কাদের

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। একইসাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক ভালোবাসা জানান। এ উপলক্ষে দেশবাসীর প্রতিও অফুরান ভালোবাসা জানিয়েছেন তিনি।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ রোববার দেয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা বিশ্বাস করি, পৃথিবীর সকল ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলে। জন্মাষ্টমীর এই শুভ লগ্নে আমি বিশ্ব শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ব কামনা করছি। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ অত্যন্ত সুদৃঢ়। হাজার বছর ধরেই এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করে আসছে।

আরও পড়ুন: বন্যার্তদের একদিনের বেতন দেবে ধর্ম মন্ত্রণালয়

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-ই হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবমুখর জন্মাষ্টমীতে সরকারি ছুটির ঘোষণা করেন। সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসব ও আরাধনা নির্বিঘ্ন করতে রাষ্ট্রীয়ভাবে সকল সহায়তার নির্দেশ দেন পল্লীবন্ধু এরশাদ। এছাড়া নগদ ২ কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু কল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রিয় নেতা এরশাদ। পাশাপাশি পূজা-অর্চনা এবং সারাদেশে মন্দির নির্মাণ ও সংস্কারের জন্য প্রতিবছর বিপুল বরাদ্দ দিয়েছেন তিনি।

গোলাম মোহাম্মদ কাদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সকল আয়োজনের সফলতা কামনা করেন। একইসাথে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

এসি/ আই.কে.জে/

গোলাম মোহাম্মদ কাদের সাম্প্রদায়িক সম্প্রীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন