ছবি: সংগৃহীত
একটি জয়ের জন্য হাপিত্যেশ করছিল ইন্টার মায়ামি। অবশেষে সেই জয় মায়ামি পেয়ে গেল পরশু। মায়ামির এ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। পুরস্কারও তিনি পেয়ে গেলেন হাতেনাতে।
এ বছর প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ ডে’র পুরস্কার পেয়ে গেলেন মেসি। ইন্টার মায়ামি গতকাল বৃহস্পতিবার (২৯শে মে) রাতে মেসির এ পুরস্কারের কথা নিশ্চিত করেছে। ১৬ নম্বর ম্যাচ ডেতে অসাধারণ পারফরম্যান্সের জন্য মাইকলব আল্ট্রা পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।
চেজ স্টেডিয়ামে পরশু রাতে এমএলএসে মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি। এ ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে একটি গোলও মেসি করিয়েছেন।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪ মে মেজর লিগ সকারে (এমএলএসে) ৪-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। পরের চার ম্যাচে জিততে পারেনি মেসি-লুইস সুয়ারেজদের দল। দুটিতে হেরেছে ও ড্র করেছে দুই ম্যাচে। অবশেষে পরশু রাতে ডেডলক ভাঙলেন মেসি-সুয়ারেজরা। চেজ স্টেডিয়ামে মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারানোর রাতে তিনটি গুরুত্বপূর্ণ পাস ও সাত শট করেন মেসি।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন