রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমে যাচ্ছে বেসরকারি বিনিয়োগ, বাড়াতে পদক্ষেপ জরুরি *** ‘দেশের নারীরা স্বতঃস্ফূর্তভাবে আইন পেশার সঙ্গে সংযুক্ত হচ্ছেন’ *** সৌদি তরুণী জারার ‘হালাল র‍্যাপ’ সংগীত নেট দুনিয়ায় জনপ্রিয় *** নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি *** ড. ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছেন, এ দাবি ভুয়া: প্রেস উইং *** সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে *** সিইসির সঙ্গে বৈঠক করছে এনসিপি *** বিএনপি ‘সিরিয়াসলি’ সংস্কারে সহযোগিতা করছে: সালাহউদ্দিন আহমেদ *** জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে বিএনপি *** হান্টিংটনের মাঠে মেসির আজকের ম্যাচে দর্শকের রেকর্ড

হান্টিংটনের মাঠে মেসির আজকের ম্যাচে দর্শকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বে ফুটবল অনুরাগিদের কাছে লিওনেল মেসি সেরা আইকন। মাঠে মেসি খেলবেন আর দর্শক থাকবেনা, এটা হতেই পারে না। বাংলাদেশ সময় আজ রোববার (২০শে এপ্রিল) ভোরে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে দর্শকের উপস্থিতি রেকর্ড ছাড়িয়েছ। খবর এএফপির।

এ ছাড়া আজকের ম্যাচে ১–০ গোলে জয় পেয়েছে মেসির দল ইন্টার মায়ামি। আর এ জয়ের মধ্যদিয়ে ২০২৫ এমএলএসে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকা নিশ্চিত হয়েছে মেসির দল ইন্টার মায়ামির।

কলম্বাস ক্রু সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আজকের মায়ামি-কলম্বাস ম্যাচ দেখতে হান্টিংটন ব্যাংক ফিল্ডে ছিলেন ৬০ হাজার ৬১৪ জন দর্শক, যা এই মাঠে এনএফএলের বাইরে সবচেয়ে বেশি দর্শকের ম্যাচ। ২০০২ সালের নভেম্বরে আমেরিকান ফুটবলের ব্রাউনস-স্টিলার্স ম্যাচ দেখেছিলেন ৭৩ হাজার ৭১৮ জন দর্শক।

তবে মেসির উপস্থিতিতে দর্শকের রেকর্ড এ নতুন কিছু নয়। কেননা, কানসাস স্টেডিয়ামে মেসি যে ম্যাচে শেষবার খেলে সেখানে দর্শক ছিলেন ৭২ হাজার ৬১০ জন। এ ছাড়া বোস্টনের মাঠে ৬৫ হাজার ৬১২ এবং গত সপ্তাহে শিকাগো ফায়ারের মাঠ সোলজার ফিল্ডেও ৬২ হাজার ৩৫৮ দর্শক উপস্থিত হয়েছিলেন।

এবারের আসরে এমএলএসের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের ৩০ দল মিলিয়ে অপরাজিত ছিল মাত্র দুটি দল। ইন্টার মায়ামি ও কলম্বাস ক্রু। এদিকে আজকের ম্যাচে ৩০ মিনিটের মাথায় আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলোনা ভেইগান্টের ক্রস থেকে হেডে গোল করেন আমেরিকার মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচি। এ গোলের ব্যবধান রেখেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি।

এদিকে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার (২৫শে এপ্রিল) কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে। সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচটিতে মেসিদের প্রতিপক্ষ কানাডিয়ান ক্লাব ভ্যানকুবার হোয়াইটক্যাপস।

আরএইচ/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন