বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের *** শেষ চার মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম *** হাদি-মুছাব্বির-সাম্য হত্যার বিচার হতে হবে এ মাটিতে, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল *** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে

রাশিয়া গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে। এবার মার্কিন কোম্পানি গুগলকে জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত।  

দেশটির মস্কো শহরের টাগানস্কি জেলা আদালত সম্প্রতি গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে। প্রতিবেদন অনুসারে, জরিমানা আরোপিত টাকা পুরো বিশ্ব অর্থনীতির চেয়ে বেশি, অর্থাৎ পৃথিবীতে এত পরিমাণ অর্থ নেই। এই জরিমানার কারণ হিসেবে বলা হয়েছে, গুগল ইউটিউবে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিষয়ে ‘ভুল তথ্য’ সরিয়ে নেয়নি। 

পাশাপাশি ইউটিউব চ্যানেলে থাকা কিছু সামগ্রী এমন ধরনের তথ্য সরবরাহ করছে যা দেশটির সামরিক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। রাশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাদজর গুগলের বিরুদ্ধে অভিযোগ করে জানান যে, এই তথ্য রাশিয়ার সামরিক বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করছে।

আরও পড়ুন: নির্বাচনে আমরাই জিতব : কমলা হ্যারিস

গুগলে যে জরিমানা আরোপ করা হয়েছে তা দিতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়া এই জরিমানাকে প্রতীকী ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। এর উদ্দেশ্য হলো রাশিয়ান সম্প্রচারকদের বিষয়ে গুগলকে তার অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করা। 

সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ মিডিয়াকে বলেছেন যে, এই বিশাল জরিমানাটি রুশ মিডিয়ার উপর ইউটিউবের নিষেধাজ্ঞার বিষয়টিকে রাশিয়া কতটা গুরুত্ব সহকারে দেখছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে করা হয়েছে।

আদালত আরও জানায়, অতীতেও এই ধরনের তথ্য সরিয়ে নিতে গুগলকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা অমান্য করায় এই জরিমানা করা হয়েছে। গুগল ও অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক চাপের কারণে তাদের রাশিয়ার কার্যক্রম সীমিত করেছে এবং গুগল তার রাশিয়ান শাখা কার্যক্রম বন্ধ করে দেয় ২০২২ সালে।

এসি/ আই.কে.জে


রাশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250