ছবি: সংগৃহীত
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৫ সালের এইচএসসি প্রোগ্রামের স্থগিত হওয়া পরীক্ষা ৯ই আগস্ট অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এ পরীক্ষা শনিবার সকাল ৯টায় শুরু হবে।
গতকাল রোববার (৩রা আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এ পরীক্ষা গত ১৮ই জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্র এবং উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন