শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

অক্সিজেন ছাড়াও বেঁচে থাকা সম্ভব!

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫

#

প্রতীকী ছবি

পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের যেমন অক্সিজেন লাগে, ঠিক তেমনভাবে প্রতিটি জীবন্ত প্রাণীরও অক্সিজেন লাগে। অক্সিজেন ছাড়া জীবন সম্ভব নয়। তবে অক্সিজেন ছাড়াও বেঁচে থাকা সম্ভব। যেখানে বহু যুগ ধরে অক্সিজেন নিয়ে এ ধারণা রয়েছে, সেখানে এ নতুন চিন্তাধারা নতুনভাবে সবাইকে অবাক করে দিয়েছে। বিশ্বের দরবারে এমনই অবাক করা আবিষ্কার সামনে এসেছে। 

ইসরায়েলের একটি দল এ গবেষণার সঙ্গে যুক্ত ছিল। তারা দেখেছে, প্রতিটি প্রাণীর কোষকে ক্ষমতা দেয় অক্সিজেন। তবে কীভাবে প্রাণীরা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। এটি একটি প্যারাসাইট। নাম হলো হিনিগুয়া সালমিনিকোলা। বায়োলজির সব নিয়মকে এ প্রাণী একেবারে ভুল বলে প্রামাণিত করে দিয়েছে। ফলে অবাক হয়েছেন সবাই।

এটি এমন এক ধরনের প্যারাসাইট, যার অক্সিজেন দরকার হয় না। যদিও আগের গবেষণা থেকে দেখা গিয়েছে, প্যারাসাইটরা অক্সিজেন ছাড়া থাকতে পারে না। তবে এ জাতের প্যারাসাইট অক্সিজেন ছাড়াই থাকতে পারে। এ প্যারাসাইট অনেকটা জেলিফিসের মতো দেখতে। তবে এটি জেলিফিসের প্রজাতির নয়।

বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার নেই। এ তথ্য সামনে আসার পর বিজ্ঞানীরা কার্যত আকাশ থেকে পড়েছেন। তাহলে কীভাবে এরা জীবনীশক্তি পাচ্ছে? গবেষকরা জানিয়েছেন, এদের দেহে এক ধরনের  মাইটোকনড্রিয়া রয়েছে। এ মাইটোকনড্রিয়া এদের দেহকে শক্তি প্রদান করছে। প্রতিটি জীবের দেহে মাইটোকনড্রিয়া থাকে। তবে সেগুলো অক্সিজেন দ্বারা চালিত। 

এ প্যারাসাইটের দেহে যে মাইটোকনড্রিয়া রয়েছে, সেগুলো অক্সিজেন ছাড়াই একে শক্তি প্রদান করছে। ফলে বাইরে থেকে আর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। গবেষকরা মনে করছেন, যদি এ প্রাণীরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে, তাহলে অন্য প্রাণীদের দেহে এ ধরনের কার্যকারিতা তৈরি করা যেতে পারে। জেলিফিস, কোরাল ও সমুদ্রের নিচে থাকা গাছের মধ্যে এ প্যারাসাইট থাকে। এ ক্রিয়া যদি অন্য জীবের মধ্যে নিয়ে আসা হয়, সেখান থেকে অক্সিজেন ছাড়া বেঁচে থাকার নতুন দিক সামনে চলে আসবে।

কেসি/এইস.এস

 


অক্সিজেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250