বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একা থাকার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

যারা একাকী থাকতে পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যারা এখনও ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে পারেননি, তাদের উদ্দেশেই আজ (১১ই নভেম্বর) সারা বিশ্বে উদযাপন করা হচ্ছে বিশ্ব সিঙ্গেল ডে।

যারা এই একা থাকাকে চুটিয়ে উপভোগ করছেন আজকের দিবসটি তাদের জন্যই।

দিনটির গোড়াপত্তন হয়েছিল চীন থেকে। তাই একা থেকে এই দিনটি উদযাপন করা যেতে পারে। এই দিবসটি চালু করাই হয়েছে যেন, মানুষ একা থাকার জন্য গর্ব করতে পারে, একা থাকাকে ভালোভাবে উদযাপন করতে পারে। এখন বিশ্বের অনেক জায়গায় দিবসটি উদযাপিত হয়।

'ডেজ অব দ্য ইয়ার'-এর তথ্য অনুসারে, দেশটির নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল নিঃসঙ্গ শিক্ষার্থী, যারা ভালোবাসা চেয়ে ব্যর্থ হয়েছেন কিংবা সম্পর্কের টানাপড়েনে নিঃসঙ্গতা বেছে নিয়েছিলেন, তাদের হাত ধরে একা থাকার দিন উদযাপন শুরু হয়।

এই দলের সবাই ভালোবেসে ব্যর্থ হলেও জীবনের প্রতি ছিল তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তাই ভাবলেন, ভালোবাসার মানুষের জন্য বিলাপের বদলে একা থাকাকে উদযাপন করবেন দারুণ ছন্দে।

তাই ১৯৯৩ সালের ১১ই নভেম্বরকে বেছে নিলেন তারা। যুক্তি? রোমান হরফে ১১ই নভেম্বরকে লেখা হয় ১১-১১ (II-II). এক মানেই একক, একা। কিন্তু লাঠির মতো দেখতে চারটি এক মিলে যেন সম্মিলিত শক্তি, জীবনকে উপভোগের নতুন প্রেরণা।

তাই ভালোবাসা কিংবা ভ্যালেন্টাইনস ডে বিরোধী একটি আয়োজন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে। আনন্দ উদযাপন, বন্ধুদের সঙ্গে মজা করে দিনটি কাটাতে চান নিঃসঙ্গ মানুষরা।

টমাস ও রুথ রয় নামের দুজন ভদ্রলোকের উদ্যোগে দিনটির প্রচলন হয়। তবে কবে থেকে এটি পালিত হচ্ছে, জানা যায় না।

ওআ/ আই.কে.জে/

উদযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন