রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বোঝাবুঝির ভুল? দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সম্পর্কে ভুল-বোঝাবুঝি এক অবিচ্ছেদ্য অংশ। এটি নানা কারণে হয়ে থাকে। কখনও কখনও এর জন্য সম্পর্ক ভাঙার পর্যায় চলে যায়। তাই বলে দূরে সরে যাওয়া যাবে না। সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। আপনারা হয়তো, কঠিন এ পরিস্থিতিতে একে অপরের পাশে থাকতে চান।

কিন্তু, নিজেদের প্রতি বিশ্বাস, ভরসা না থাকায় তা করে উঠতে পারেন না। এতে দূরত্ব বাড়ে ও সম্পর্ক ভেঙে যাওয়ার অবস্থায় এসে দাঁড়ায়। তাই সময় থাকতেই ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চেষ্টা করা উচিত। সেক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-

আরো পড়ুন : প্রতিদিন টমেটো খেলে যা হয়

১. যেকোনো সম্পর্কে ভুল বোঝার প্রধান কারণ যোগাযোগের অভাব। এটি সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। আর প্রিয়জনের সঙ্গে যোগাযোগই যদি কমে যায় তবে সম্পর্ক তো দুর্বল হবেই। তাই সম্পর্ক ঠিক রাখতে একে অপরের ভালোমন্দ খোঁজ-খবর নিন। যত্নশীল হয়ে উঠুন। ছোট ছোট কাজের মধ্য দিয়ে নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনুন।

২. যেকোনো সম্পর্কের মূল চাবিকাঠি বিশ্বাস। একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সম্পর্কে শ্রদ্ধাবোধও থাকে না। বিশ্বাস করে ভালোবাসুন ও তাতে বিশ্বাস রাখুন। মনের মানুষকে বিশ্বাস করতে পারার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তাই বিশ্বাস বজায় রাখুন।

৩. যেকোনো সম্পর্কে দুই পক্ষের কথা ও পরামর্শই জরুরি। এক তরফা কোনো কিছুই সঠিক নয়। মানুষ দুজন, তাই মতামতও দুটোই আসবে। তার মানে এই নয় যে সঙ্গীর মতামত বা সিদ্ধান্তটা ভুল। আপনাকে বিষয়টি তার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে।

৪. খুব বেশি আবেগ তাড়িত না হয়ে সময় বুঝে নিজের অনুভূতি প্রকাশ করুন। মানুষ যখন কোনো সিদ্ধান্ত নিতে যায়, তখন সেখানে আবেগ চলে আসে। এ কারণে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দুজনের আবেগকে প্রাধান্য দিয়ে আলোচনা করতে হবে। পরবর্তীতে যেন আর কোনো ভুল বোঝাবুঝি না হয়। সম্ভব হলে বিষয়টি নিয়ে আর আলোচনা করবেন না।

৫. সঙ্গীর সঙ্গে কথোপকথনের সময় কথা বলার ধরণ ও অঙ্গভঙ্গি সম্পর্কেও সচেতন হওয়া উচিত।

৬. নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনার মাঝে বিভ্রান্ত না হওয়ার চেষ্টা করা উচিত।

এস/ আই.কে.জে

টিপস সম্পর্ক ভুল-বোঝাবুঝি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন