রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

বাতিঘরের নতুন নাটক ‘প্যারাবোলা’, উদ্বোধনী প্রদর্শনী ১৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ইতালিয়ান নোবেল বিজয়ী নাট্যকার দারিও ফো’র আলোচিত নাটক ‘অ্যাকসিডেন্টাল ডেথ অব অ্যান অ্যানার্কিস্ট’। বিশ্বের ৪০টির বেশি দেশে নাটকটি মঞ্চস্থ হয়েছে। এবার ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে নাট্যদল বাতিঘর। এর নামকরণ করা হয়েছে ‘প্যারাবোলা’। নাট্যদলটির ১৭তম প্রযোজনা এটি। বাংলায় এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল।

আগামী বুধবার (১৪ই ফেব্রুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে প্যারাবোলার উদ্বোধনী প্রদর্শনী। ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি একই স্থানে প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় হবে ৪টি নিয়মিত প্রদর্শনী।

প্রসঙ্গত, ইতালিতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। পিন্নেলি নামক এক রেল শ্রমিককে মিলানের পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে রেল স্টেশনে বোমা হামলার জন্য অভিযুক্ত করেছিল। জিজ্ঞাসাবাদের সময় পিন্নেলি রহস্যজনকভাবে পুলিশ সদর দপ্তরের চতুর্থ তলা থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেন। 

এই নাটকে দর্শকরা কৌতুকী ক্রোধের শক্তির অনবদ্য মহড়া প্রত্যক্ষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শিল্পকলায় শেষ শ্রদ্ধা আহমেদ রুবেলকে

প্যারাবোলার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, মুক্তনীল/খালিদ হাসান রুমী (খ্যাপা), ফয়সাল মাহমুদ/সামি দোহা (সুপার), তাজিম আহমেদ/শিশির সরকার/স্মরণ বিশ্বাস (বাতেন), শৈবাল সান্যাল/বিজয় বণিক (ইন্সপেক্টর), শিশির সরকার/সোহানুর রহমান (ময়না)।

নেপথ্যে যারা থাকবেন, আলো: তানজিল আহমেদ; সেট, প্রপস, কস্টিউম: তাজিম আহমেদ; কোরিওগ্রাফি: শিশির সরকার; মিউজিক: জনি সেন রুবেল; রূপসজ্জা: রুম্মান শারু।

এসকে/ আই.কে.জে/

বাতিঘর মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250