ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বাদাখশান প্রদেশে শুধুমাত্র নারীদের জন্য একটি স্টুডিও চালু করেছেন এক দম্পতি। নারীদের স্বাচ্ছন্দ্যে ছবি তোলার সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নিয়েছেন তারা।
স্টুডিওটির ম্যানেজার বিসমিল্লাহ মোহাম্মদি বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সংবাদমাধ্যমকে জানান, “এই প্রদেশে এর আগে শুধুমাত্র নারীদের জন্য কোনো স্টুডিও ছিল না। আমি এবং আমার স্ত্রী এমন একটি স্টুডিও খোলার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে নারীরা স্বস্তিতে ছবি তুলতে পারবেন।”
স্টুডিওটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন নারীরা। বর্তমানে এখানে মোট চারজন কর্মী কাজ করছেন।
সূত্র: তোলো নিউজ
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন