রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস *** যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নরেন্দ্র মোদির নাম *** যৌন অপরাধীর ফাইলে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর আপত্তিকর ছবি *** আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন: মাসুদ কামাল *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

একটি শুল্ক বিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডকে এটি প্রচার না করার জন্য নির্দেশ দিয়েছি। 

আজ শনিবার (১লা নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কার্নি। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির আয়োজিত এক নৈশভোজে যোগদানের সময় ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছি।’ তিনি আরও বলেন, বিজ্ঞাপটি প্রচারের আগে আমি ফোর্ডের সঙ্গে কথা বলেছি, আমি তাদের বিজ্ঞাপনটি না প্রচার করতে বলেছিলাম।

দেশটির অন্টারিও অঙ্গরাজ্যের প্রধান ডাগ ফোর্ডের তত্ত্বাবধানে ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয়। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে, যেখানে বলতে শোনা যায় ‘শুল্ক প্রতিটি মার্কিনিকে ক্ষতিগ্রস্ত করে। এতে বাণিজ্যযুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।’

বৈদেশিক বাণিজ্যের ওপর ১৯৮৭ সালে দেওয়া এক বেতার ভাষণে তিনি ওই মন্তব্য করেছিলেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প কানাডা থেকে আসা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। একই সঙ্গে ট্রাম্প কিছুদিন পর দ্বিপাক্ষিক সব আলোচনা স্থগিত করেন।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, কার্নির সঙ্গে ‘খুব সুন্দর’ আলোচনা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প মার্ক কার্নি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250