রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা *** বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম *** ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির যে কারণে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে *** আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন *** নাজমুল শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক *** ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭ শতাংশ কমতে পারে, বাংলাদেশে কী হবে *** গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই *** ‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি চায় ভারত, না হলে... *** লজ্জায় স্কুলে যেতে চায় না ইমরান হাশমির ছেলে, যা বললেন অভিনেতা *** ‘আওয়ামী পুলিশ, বিএনপি পুলিশ’ তকমা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি

গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

দলীয়ভাবে ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্স বিচারে গত মৌসুমটা দারুণ কেটেছে কিলিয়ান এমবাপ্পের। শুধু লা লিগাতেই করেছিলেন ৩৪ ম্যাচে ৩১ গোল। এই পাফরম্যান্সের কারণেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার দেওয়া এই পুরস্কার হাতে নিয়ে গতকাল শুক্রবার (৩১শে অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন এমবাপ্পে।

বলেছেন, তিনি রিয়াল মাদ্রিদে আরও বহু বছর খেলতে চান এবং আরও অনেক ট্রফিও জিততে চান। কোচ জাবি আলোনসোর সঙ্গে রিয়ালের খেলোয়াড়েরা ও ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সেখানে উপস্থিত ছিলেন।

এমবাপ্পে বলেছেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের ব্যাপার। প্রথমবার এই পুরস্কার জিতলাম, আমার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফরোয়ার্ড হিসেবে এটি আমার কাছে অনেক কিছু।’

ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কারটি ইউরোপের প্রতিযোগিতামূলক লিগগুলোয় গোলের মান অনুযায়ী পয়েন্ট দিয়ে নির্ধারণ করা হয়। এমবাপ্পে ৩১ গোল থেকে অর্জিত ৬২ পয়েন্ট (ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল প্রতি ২ পয়েন্ট) নিয়ে সবার ওপরে ছিলেন। দ্বিতীয় স্পোর্টিং লিসবনের ভিক্টর ইয়োকেরেস (৫৮.৫ পয়েন্ট)।

পর্তুগালের প্রিমেরা লিগে গত মৌসুমে ৩৯ গোল করেন তিনি (গোল প্রতি ১.৫ পয়েন্ট)। তৃতীয় লিভারপুলের মোহামেদ সালাহ (৫৮ পয়েন্ট)। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ২৯ গোল করেন মিসরীয় তারকা। ১৯৬৭–৬৮ মৌসুমে প্রথম এই পুরস্কার দেওয়া শুরু হয়। তখন এই পুরস্কার দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ।’

১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত পুরস্কারটি দিয়ে আসছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। রেকর্ড সর্বোচ্চ ছয়বার পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250