বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত *** ‘আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে’, বলছে নেপালের জেন–জি *** ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার *** নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব: আবিদুল *** মিয়ানমারের খনিজ পেতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ভারত *** ব্রিটেনে উৎসবমুখর পরিবেশে উদীচীর দ্বাদশ সম্মেলন

ব্রিটেনে উৎসবমুখর পরিবেশে উদীচীর দ্বাদশ সম্মেলন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে পূর্ব লন্ডনের বার্ডি আর্টস সেন্টারে সম্পন্ন হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ব্রিটেন শাখার দ্বাদশ সম্মেলন। গত ৬ই সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হয় দিনের কার্যক্রম। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক সাহেদুজ্জামান এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি গোলাম কবীর।

সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। তার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন নিউহাম কাউন্সিলের সাবেক স্পিকার রহিমা রহমান।

কাউন্সিল অধিবেশনে সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে ব্রিটেনের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেনুকে প্রধান উপদেষ্টা, গোলাম মোস্তফাকে সভাপতি এবং তৌফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়।


সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনো মুক্তি, আনো আলো, আনো লক্ষ্য’। উদীচীর গান ও আবৃত্তির দল ছাড়াও অংশ নেয় উদীচী স্কুলের ছাত্রছাত্রীরা। সংগীত পরিবেশন করেন ব্রিটেন প্রবাসী জনপ্রিয় শিল্পীরা আলাউর রহমান, গৌরী চৌধুরী এবং লাবণী বড়ুয়া।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শম্পা রেজার পরিবেশনা এবং কলকাতা থেকে আগত বাচিক শিল্পী মধুমিতা বসুর কবিতা আবৃত্তি ও উপস্থাপনায় বিশেষ পরিবেশনা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করেন, সাথে ছিল নৃত্যানুষ্ঠান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহগির বখত ফারুক। বক্তারা ব্রিটেনে উদীচীর সাংস্কৃতিক ভূমিকার প্রশংসা করেন এবং প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় এই সংগঠনের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

উদীচী শিল্পীগোষ্ঠী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

জামায়াত, জেএমবিকে নিষিদ্ধ করায় লাভ হয়েছে কী না, প্রশ্ন মাহফুজ আনামের

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫