রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বক্তব্য রাখেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস রোববার মেক্সিকো সিটিতে বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে বহুমাত্রিক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রোববার (২৯শে জুন) ওই আয়োজনে মেক্সিকোতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একসঙ্গে বাংলা নববর্ষ ১৪৩২, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী, কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী এবং ঈদুল আজহার পুনর্মিলনী উদযাপন করা হয়। খবর বাসসের।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। তিনি প্রবাসে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখায় সবাইকে ধন্যবাদ জানান বলে আজ সোমবার (৩০শে জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আনসারী রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা ‘১৪০০ সাল’ আবৃত্তি এবং কাজী নজরুল ইসলামের লেখা ‘রাজবন্দীর জবানবন্দি’  থেকে পাঠ করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। এ ছাড়া দুই তরুণ শিল্পীর পরিবেশনায় বাংলা গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

রাষ্ট্রদূত আনসারী বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দূতাবাসের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের এসব আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলার গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে দূতাবাস প্রাঙ্গণ সাজানো হয়। এতে বাংলাদেশিরা বিদেশেও নিজেদের চিরায়ত গ্রামীণ পরিবেশের আবহ খুঁজে পান। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টি পরিবেশিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে রাষ্ট্রদূত আনসারী বলেন, বিদেশে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করছি। এমন আয়োজনের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

উক্ত অনুষ্ঠানে মেক্সিকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরএইচ/

মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাস মেক্সিকোতে বাঙালিদের সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোতে বাংলাদেশি প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250