শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এসি ছাড়া ঘর ঠান্ডা রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

তীব্র গরম পড়ছে কয়েকদিন ধরে। রোদের প্রচণ্ড তাপে বাড়ির বাইরে পা ফেলাই মুশকিল। আবার ভেতরেও ভ্যাপসা গরম। কুলার কিংবা এসিই হয়তো আপনার একমাত্র ভরসা। কিন্তু, সবার পক্ষে এসব কেনা সম্ভব হয়ে ওঠে না। ফলে অনেকের জন্য এগুলো এখনো বিলাসিতার নাম। তাই প্রচণ্ড গরমে একটু শান্তির জন্য হলেও বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে নিজের বাসা ঠান্ডা রাখবেন:

পর্দা টেনে দিন

সকালের মিঠে রোদ বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই সকালে রোদ উঠলে জানালার পর্দা টেনে দিন। এতে ঘরে সহজে তাপ ঢুকবে না। ঘরও তুলনামূলক ঠান্ডা থাকবে।

ভারী সুতি পর্দা ব্যবহার করুন

জানালায় ভারী সুতি পর্দা ব্যবহার করুন। এ ধরনের পর্দা ঘরে আলো প্রবেশ করতে বাধা দেয়। এ ছাড়া হালকা রঙের বিছানার চাদর ও বালিশের কাভার ব্যবহার করুন। এতে বিছানাপত্র বেশিক্ষণ তাপ ধরে রাখবে না। ফলে ঘরও তুলনামূলক ঠান্ডা থাকবে।

আরো পড়ুন : গোসলের পানিতে কী মেশালে সারাদিন সতেজ থাকবেন?

দেয়ালে হালকা রঙের ব্যবহার

মনে রাখবেন, রং যত গাঢ় হয়, তত আলো শোষিত হয়। আবার যত হালকা হয়, তত আলো বেশি প্রতিফলিত হয়। ঘরে যত বেশি আলো শোষিত হবে তাপমাত্রাও তত বৃদ্ধি পাবে। তাই ঘরের ভেতর যতটা সম্ভব হালকা রং ব্যবহার করার চেষ্টা করুন। এতে দিনের বেলা ঘর তাপ বেশিক্ষণ ধরে রাখবে না। ফলে আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা হতে শুরু করবে।

ঘর অন্ধকার রাখুন

ঘরে আলোর পরিমাণ যত কম থাকে, ঘর তত বেশি ঠান্ডা থাকে। রাতে যতটা সম্ভব কম আলোতে কাজ করবেন। টিউবলাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা বেশ ভালো। এতে ঘর তুলনামূলক ঠান্ডা থাকবে।

ভেজা ভেজা করে ঘর মুছুন

ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা করে ঘর মুছুন। প্রয়োজন হলে একবারের পরিবর্তে কয়েকবার মুছতে পারেন। মেঝের পাশাপাশি জানলার কাচও পানি দিয়ে মুছুন। এতে বেশ কিছু সময় ঘর ঠান্ডা থাকবে।

টেবিল বা স্ট্যান্ড ফ্যানের সামনে বরফ

ঘর ঠান্ডা করার অন্যতম কার্যকর উপায় হলো বরফ। এক বাটি বরফ টেবিল বা স্ট্যান্ড ফ্যানের সামনে রেখে দিতে পারেন। এতে বরফের ঠান্ডা বাতাস ঘরজুড়ে ঠান্ডা অনুভূতির সৃষ্টি করবে। তবে লক্ষ রাখবেন, এ সময় যেন ঘরের দরজা-জানালা বন্ধ থাকে।

ঘরে ছোট গাছ রাখতে পারেন

ছোট্ট একটি গাছ যেমন ঘরের সৌন্দর্য বাড়ায়, তেমনি তাপমাত্রা কমাতেও সাহায্য করে। এটি ঘরের ভেতর জমা কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়। ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। মানিপ্ল্যান্ট, অ্যালোভেরা, অ্যারিকা পাম-জাতীয় গাছ ঘরের সৌন্দর্যবর্ধন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশ উপকারি।

এস/ আই.কে.জে/



টিপস এসি ঘর ঠান্ডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন