মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের সঙ্গে যে আচরণে সংবাদ শিরোনামে উদিত নারায়ণ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ আবারও সংবাদের শিরোনাম হলেন। তার উদ্ভট আচরণের জন্য চরম কটাক্ষের শিকারও হতে হয়েছে এই জ্যেষ্ঠ গায়ককে।

সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, উদিত নারায়ণ মঞ্চে পারফর্ম করছেন। তখন জনপ্রিয় এবং হিট গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইছিলেন গায়ক। আর তখনই অনেক নারী ভক্ত-শ্রোতারা তার মঞ্চের কাছে গিয়ে জড়ো হন। দূর থেকেই তারা সেলফি তোলার চেষ্টা করলে এ সময় নিজে থেকেই সেই নারী ভক্তদের কাছে এগিয়ে যান উদিত। গাইতে গাইতেই মাটিতে বসে নীচু হয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন।

কয়েক নারী ভক্তের গায়ে হাত দিয়ে সেলফি তোলেন আর তারপরই তাদের গালে চুমু খেতে থাকেন। এমনকি এ সময় কোনো পুরুষ সেলফি তুলতে এলে বিশেষ পাত্তা দেননি তাদের।

আরও পড়ুন: এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোনু নিগামের

ভিডিওর শেষে দেখা যায়, এক নারী উদিতের সঙ্গে সেলফি তুলতে এসেছেন। কিন্তু সেই নারী গায়ককে যখন চুমু খেতে যান তিনি উল্টে সেই নারীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। বলা যায়, সুযোগ বুঝে চটপট একটা লিপ কিস সেরে ফেলেন উদিত নারায়ণ।

উদিত নারায়ণের এই কাণ্ড দেখে রীতিমতো 'ছিছিকার' পড়ে গেছে সামাজিক মাধ্যমে। এক ব্যক্তি লেখেন, 'বয়স তো কম হলো না, এবার থামুন।' আরেকজন লেখেন, 'বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আশা করবো এটা এ আই নির্মিত নয়। যদি বাস্তব হয় তাহলে যতটুকু যা সম্মান ছিল সব নিজেই নষ্ট করলেন।'

এসি/কেবি

উদিত নারায়ণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন