বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের শুল্কের ধাক্কায় বাংলাদেশের ব্যাংক খাতে কেমন প্রভাব পড়বে, যা বলছে মুডিস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার আমদানি শুল্ক বাড়ানোর পরিপ্রেক্ষিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের এক বিশ্লেষণে বলা হয়, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিবিশিষ্ট দেশগুলোর ব্যাংক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ব্যাংকগুলোতে ঋণমানের অবনতি, ঋণপ্রবাহে স্থবিরতা এবং আর্থিক খাতে অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে, তৈরি পোশাক খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর এ চাপ বেশি পড়বে। এমন পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক খাত ও অর্থনীতিকে চাঙা করতে নীতিনির্ধারকদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

২রা এপ্রিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকাংশ বাণিজ্য অংশীদারের জন্য আমদানি শুল্কে ব্যাপক বৃদ্ধির ঘোষণা দেন। মুডিসের গতকাল (৭ই এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে (এপিএসি) এ শুল্ক বৃদ্ধির প্রভাব ব্যাংকগুলোর জন্য নেতিবাচক, যদিও ক্ষতির মাত্রা দেশভেদে ভিন্ন। এতে বিনিয়োগকারী ও ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা বাড়বে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিয়েতনাম, থাইল্যান্ড ও বাংলাদেশের অর্থনীতি আমেরিকান রপ্তানির ওপর বেশি নির্ভরশীল হওয়ায় এ তিন দেশের ব্যাংক সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাবের মুখোমুখি হবে। দেশগুলোর আমেরিকায় রপ্তানি কমে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে, যার প্রভাব ব্যাংকঋণের প্রবৃদ্ধি ও গুণগত মানের ওপর পড়বে।

এইচ.এস/

মুডিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন