বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর

টাকার চেয়ে বড় সেলিব্রেটি নাই : নোবেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজেকে অনেকটা হারিয়ে ফেলেছেন সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক ভক্ত ও শ্রোতা। এবার নিজের অধঃপতনের কারণ চিহ্নিত করলেন গায়ক। দায়ি করলেন অল্প সময়ে পাওয়া তারকাখ্যাতি তাকে এসব কর্মকাণ্ডে জড়িয়েছে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল বলেন, ‘আমার সব অভিযোগ নিজের ওপরেই। আমি আমাকে যত্ন করতে পারিনি। তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই আমার। কারণ তারকাখ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইত তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না। যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি।’

তিনি বলেন, ‘পৃথিবীতে আসলে টাকার চেয়ে বড় সেলিব্রেটি নাই। ওই টাকাটা যখন পকেটে এসে যায় তখন অনেক কিছু নিয়ে আর চিন্তা করা হয় না। এটাই সমস্যা। তখন মনে হয়েছে- যা হচ্ছে হোক, উল্টায়ে যাক পৃথিবী! আমি তো আমার সব চালাইতেছি। এগুলোই আমার সঙ্গে বেশি হয়েছে। আমি কাজের বিষয়ে যত্নশীল ছিলাম না।’

মূলত অল্প সময়েই তারকাখ্যাতি-অর্থ একসঙ্গে তার ক্যারিয়ারে ক্ষতি ডেকে এনেছেন বলে মন্তব্য করেন নোবেল। তবে নিজেকে সামলে আবারও গানের জগতে ফিরছেন এই গায়ক। প্রায় চার বছর পর ফিরছেন কাজে।

এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘চার বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছি। প্রতিনিয়ত নিজকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি। সেই চ্যালেঞ্জে সফল হতে নিজের সঙ্গেই যুদ্ধ করে যাচ্ছি। আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবো। কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাবো একদিন। যেমন হারিয়েছিলাম এই চার বছর।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ এ সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি। কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না, মনে রাখেনি। তাই এবারের ফিরে আসার যুদ্ধ শুধুই আমার একার। কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।’

দেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমসের সঙ্গে তুলনাই তার ক্যারিয়ারের কাল হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে নোবেল বলেন, ‘রিয়্যালিটি শো আমাকে তারকাখ্যাতি এনে দেয়। এরপর আমার ভক্তরা আমাকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে দেয়। এ বিষয়ে আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু আমি বিষয়টি উপভোগ করে নিজেকে তখন হারিয়ে ফেলি। এরপর পরে বুঝতে পারি, জেমস ভাইয়ের সঙ্গে তুলনাই আমাকে সেসময় শেষ করে দিয়েছিল। কারণ জেমস ভাই ভিন্ন বিষয়।’

সবশেষে নোবেল বলেন, ‘যারা আমার গান পছন্দ করেন, তারা আমাকে কারও সঙ্গে তুলনা করবেন না প্লিজ। কারণ সংগীতে আইয়ুব বাচ্চু, এন্ড্রু কিশোর ও আসিফ আকবর ভাইদের অর্জন আমাদের ধরাছোঁয়ার বাইরে। কেউই জীবনভর চাইলেও তাদের মতো হতে পারবে না।’

নোবেলের হাতে বর্তমানে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। গানের পাশাপাশি পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক।

ওআ/কেবি

নোবেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন