সোমবার, ২৭শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঋণ পরিশোধের সময় বাড়াতে ইতিবাচক চীন: পররাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের অন্যতম সহযোগী দেশ চীনের সঙ্গে ঋণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।তিনি জানান, ঋণ পরিশোধের সময় বাড়াতে ইতিবাচক চীন। তবে সুদহার নিয়ে এখনো আলোচনা চলছে।

রোববার (২৬শে জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান।

এ সময় আমেরিকার সহায়তা বন্ধের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী আমেরিকার সহায়তা ৯০ দিনের জন্য বন্ধ করা হয়েছে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়। আমেরিকার নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল।

এছাড়া ব্রহ্মপূত্র নদীতে বাঁধ নির্মাণের বিষয়েও চীনকে উদ্বেগ জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি।

চীনের কুনমিংয়ে চিকিৎসার জন্য বাংলাদেশির ভিসাপ্রক্রিয়া সহজীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কুনমিংয়ে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এ ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে।

শান্তনু/কেবি

পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন