ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরিবর্তিত তারিখ অনুযায়ী ২৫শে সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৭শে আগস্ট) রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘যেহেতু ২৮শে সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী। সেই বিষয়কে সম্মান জানিয়ে আমরা নির্বাচনের তারিখ এগিয়ে আনছি।’
এ ক্ষেত্রে তফসিলের অন্যান্য তারিখও কিছুটা পরিবর্তন হয়েছে। বুধবার রাত ১১টায় নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ২৪শে থেকে ২৮শে আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১লা থেকে ৪ঠা সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৬ই ও ৭ই সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ই সেপ্টেম্বর, ৯ই সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ভোট গ্রহণ ২৫শে সেপ্টেম্বর। একই দিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
খবরটি শেয়ার করুন