শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভিসা মেলেনি তাতে কী, অনলাইনেই ভারতীয় প্রেমিককে বিয়ে করলেন পাকিস্তানি তরুণী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সীমা হায়দার ও অঞ্জুর কাহিনী এখন পুরনো হয়ে গেছে। এবার সীমান্ত-পার প্রেমের নতুন অধ্যায় লিখলেন পাকিস্তানের আমিনা। করাচির বাসিন্দা আমিনা সদ্য অনলাইনে বিয়ে করেছেন ভারতীয় যুবক আরবাজকে। এই আরবাজ হলেন রাজস্থানের যোধপুরের বাসিন্দা।

বিগত কয়েক দিনে সীমান্ত-পার প্রেমের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। তা নিয়ে মানুষের মনে আগ্রহ প্রবল। প্রেমের টানে স্বামীকে ছেড়ে বেআইনিভাবে ভারতে এসেছেন সীমা হায়দার। আবার ভারতে নিজের স্বামীকে ছেড়ে পাকিস্তানে নিজের প্রেমিকের সঙ্গে মিলিত হতে গিয়েছেন ভারতের অঞ্জু। আর এবার সীমান্তের এপার-ওপার প্রেম নিয়ে নতুন অধ্যায় লিখলেন আরবাজ ও আমিনা।

বিয়ে করার জন্য ভারতে আসার ভিসার আবেদন করেছিলেন আমিনা। তবে ভিসার আবেদন মঞ্জুর হয়নি। তবে তাতে ঠেকানো যায়নি। আরবাজকে অনলাইনেই বিয়ে করেছেন আমিনা। 

জানা গেছে, পাকিস্তানে বসবাসরত আমিনা ও তার পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে যোধপুরের আরবাজের পরিবারের। আরবাজের পরিবারের অনেক সদস্যের বিয়েই পাকিস্তানের মেয়েদের সঙ্গে হয়েছে। 

আরো পড়ুন: 'মানিকে মাগে হিতে' গায়িকার সঙ্গে গান গাইলেন সাকিব

আরবাজের বাবা মুহাম্মদ আফজাল এ প্রসঙ্গে বলেন, আমার এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নাতি পাকিস্তানের একটি মেয়েকে বিয়ে করেছে। তাদের খুশি দেখে আমিনার পরিবার আমাদের ছেলের হাত চেয়েছিল। আমরা বিয়ের সে প্রস্তাব মেনে নিয়েছি।

খবর অনুযায়ী, আরবাজ বরযাত্রীসহ যোধপুরের ওসওয়াল সমাজ ভবনে যান এবং সেখানেই অনলাইনে বিয়ে করেন। আরবাজের বাবা পেশায় ঠিকাদার। আরবাজ নিজে ডিটিপি অপারেটর।

এম এইচ ডি/ আইকেজে 


পাকিস্তান অনলাইন ভারত বিয়ে ভিসা প্রেমিক

খবরটি শেয়ার করুন