ছবি-সংগৃহীত
সম্প্রতি আনুশকার নতুন ছবি দেখে দ্বিতীয় বার মা হবেন কিনা সেই কৌতূহল আরও অনেকটা বেড়ে গিয়েছে। অনেক দিন পরে বিমানবন্দরের বাইরে দেখা গেল নায়িকাকে। পরনে সাদা প্যান্ট। সেই সঙ্গে মানানসই কালো রঙের জ্যাকেট।
কয়েক মাসে নতুন কোনও কাজে সইও করেননি অনুশকা। স্বামী বিরাট কোহলির সঙ্গে বিভিন্ন ম্যাচে দেখা গিয়েছে তাকে। আলোকচিত্রীদের থেকেও আড়ালে থাকার চেষ্টা করছেন তিনি। আদৌ তিনি অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে নানা জনের মনে নানা প্রশ্ন।
আরো পড়ুন: ‘জামাল কাদু’ গানে কে এই সুন্দরী মডেল?
দ্বিতীয় বার মা হওয়ার গুঞ্জন ছড়াতেই বেশির ভাগ সময়ই গাঢ় রং কিংবা কালো রঙের জামাকাপড় পরছেন তিনি। এ ছাড়াও নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন তিনি। কালো জ্যাকেট দিয়ে বার বার কী আড়াল করার চেষ্টা করছিলেন নায়িকা? সবার মনেই একই প্রশ্ন। আলোকচিত্রীদের জন্য কয়েক সেকেন্ডর জন্যও দাঁড়াননি।
এসি/ আই. কে. জে/