সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অপু-বুবলীর লড়াইয়ে যে পরামর্শ দিলেন ডিপজল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। একটা লম্বা সময় ধরেই দু’জনের মধ্যেকার সম্পর্ক ভালো নয়। এর কারণ দু’জনেই ছিলেন চিত্রনায়ক শাকিব খানের স্ত্রী। বিভিন্ন সময় একে অন্যেকে আক্রমণ করে মন্তব্য করেছেন। পাশাপাশি কটাক্ষও করেছেন। 

কয়েকদিন পর পর অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। সামাজিক মাধ্যম হোক কিংবা গণমাধ্যমে সাক্ষাৎকার—একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না। এর একমাত্র কারণ, শাকিব খান।

শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস আর দ্বিতীয় বুবলী। প্রথমজনের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হলেও দ্বিতীয়জনের সঙ্গে ঝুলে আছে সম্পর্ক।

এদিকে অপু-বুবলীর এমন পাল্টাপাল্টি আক্রমণে বিরক্ত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তাদের চুপ থাকতে বলেছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডিপজল বলেন, ‘তাদের উচিত এসব নোংরা নাটক বন্ধ করা। এতে করে ফিল্মের মান সম্মান নষ্ট হচ্ছে। মুসলমান হিসেবে শাকিব দুটো বিয়ে কেন, চারটে বিয়ে করতে পারে। তার সেই সামর্থ আছে। আমাদের ধর্মে এটা বৈধ। কিন্তু এটা নিয়ে এতো কথা এতো নাটক কেন উঠছে?’

আরো পড়ুন: যে কারণে শাহরুখকে ‘দোষ’ দিলেন আরিফিন শুভ

তিনি আরও বলেন, ‘অপু-বুবলীর এসব কথাবার্তা কেউ ভালো চোখে দেখছে না। এসব আমাদের ফিল্ম জগতকে অনেক নিচে নামাচ্ছে। আমি দুজনকেই চুপ থাকতে বলব।’

ডিপজল বলেন, ‘অপুকে ফিল্মে আমি এনেছি। পারলে তুমি তোমার মুখটা সেলাই দিয়ে বন্ধ রাখো। যেখানে আছো সেখানে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকো। বুবলী তোমার যে কথাবার্তা এগুলো বন্ধ করলে ভালো হবে। বুবলীকেও বলব, তুমিও আর কিছু বইলো না।

টিভিতে এসে কান্নাকাটি এসব খুব খারাপ। তোমাদের এসব মানুষ ভালো বলছে না। আমরা যা ফিল্মে মানুষদের অভিনয় করে দেখাই তোমরা সেগুলো বাস্তবে দেখাচ্ছ। তোমরা আর্টিস্ট, নিজেদের লুকিয়ে রাখো, দেখবা পাবলিক ইজ্জত দিবে।’

সবশেষ এক টেলিভিশন অনুষ্ঠানে অপু জানিয়েছেন, তিনি বুবলীকে ঘৃণা করেন। বুবলীও পাল্টা দিয়ে সামাজিক মাধ্যমে তাকে ‘কুকুর’ বলে কটাক্ষ করেন।

এসি/ আই.কে.জে/


অপু বুবলী ডিপজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন