রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে

অবরোধের মধ্যেও চলবে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

তিনদিনের অবরোধেও ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলবে। তবে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৩০ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান এ তথ্য জানান।

তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা শেষ করতে এমনিতেই অনেক সময় লেগেছে। এ অবস্থায় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলে ফল প্রকাশের কাজ পিছিয়ে যাবে। তাই অবরোধ চললেও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর ডাকা অবরোধে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার ক্ষেত্রে কী করা হবে জানতে চাইলে এনামুল কাদের খান বলেন, যদি কেউ আসতে না পারেন তাহলে পরে তার পরীক্ষা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হবে। এক্ষেত্রে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে।

গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ১ লাখ ৫১ হাজার প্রার্থী।

চলতি বছরের ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন মোট ১ লাখ চার হাজারের বেশি প্রার্থী। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।


এসি/ আই.কে.জে

আরো পড়ুন: প্রাণ-আরএফএল গ্রুপে ঘরে বসেই কাজের সুযোগ

শিক্ষক নিবন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন