রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাম্রাজ্যবাদীদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে শঙ্কিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে সাম্রাজ্যবাদী কিছু পরাশক্তি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। সংগঠনটি বলছে, এতে করে তারা শঙ্কিত।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এ ছাড়া সংবাদ সম্মেলন থেকে আগামী ৪ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি দল আওয়ামী লীগের সংখ্যালঘুবান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর ঐক্যমোর্চা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্যমোর্চার প্রধান সমন্বয়ক রানা দাশগুপ্ত। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে পরাশক্তিগুলোর কূটনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় এ দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় উদ্বিগ্ন। কোনো কোনো সাম্রাজ্যবাদী পরাশক্তির বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের মতো স্বাধীনতাবিরোধী শক্তিকে মদদদান ও পৃষ্ঠপোষকতায় তাঁরা শঙ্কিত।

সংখ্যালঘুদের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেওয়া প্রতিশ্রুতি আদায়ে নিজেদের চলমান আন্দোলন প্রসঙ্গে রানা দাশগুপ্ত বলেন, বর্তমান সরকারি দল ২০১৮ সালের নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতেহারে বেশ কয়েকটি ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুর স্বার্থবান্ধব প্রতিশ্রুতি ঘোষণা করেছিল। কিন্তু ২০২১ সালেও সেসব অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই ২০২২ সালের জানুয়ারি মাসের পর থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও এর নেতৃত্বাধীন ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর ঐক্যমোর্চা সংখ্যালঘুর স্বার্থবান্ধব অঙ্গীকারগুলো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে।

সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। রানা দাশগুপ্ত জানান, আগামী ৪ নভেম্বর বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হবে। এ ছাড়া ৬ অক্টোবর বিকেল চারটায় সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় এই কর্মসূচি পালন করা হবে বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব চত্বরে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের মিলন কান্তি দত্ত, মণীন্দ্র কুমার নাথ, পলাশ কান্তি দে, রঞ্জন কর্মকার প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণ-অনশন কর্মসূচি পালন করা হয়। তবে এই কর্মসূচি ৩৪ ঘণ্টা চলার পর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে যান। তিনি অক্টোবর মাসের মধ্যেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করার আশ্বাস দিলে অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


একে/



হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন