সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনীতিতে চীনকে টপকে ভারত: মরগান স্ট্যানলি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিষেবা সংস্থা, মরগান স্ট্যানলি অর্থনীতির ভিত্তিতে চীনকে নিচে নামিয়ে ভারতকে উচ্চ আসন দিয়েছে। কয়েকটি কারণের উপর ভিত্তি করে মরগান স্ট্যানলি ভারতকে উচ্চ আসন প্রদান করেছে। যার মধ্যে একটি হলো বিনিয়োগের গন্তব্য হিসেবে দেশটির ক্রমবর্ধমান সম্ভাবনাকে নির্দেশ করা। এতে করে বিনিয়োগকারীদের ভারতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার আস্থা জেগেছে।

অন্যান্য উদীয়মান বাজারের তুলনায় ভারতের উচ্চতর ও টেকসই ইউএসডি ইপিএস (শেয়ার প্রতি আয়) রয়েছে। তাছাড়া ভারতের তরুণ প্রজন্ম দেশটির অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে।

কাঠামোগত সংস্কার বাস্তবায়নে ভারত সরকারের প্রতিশ্রুতিকে মরগান স্ট্যানলি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে স্বীকার করে। এতে করে দেশটিতে আরো ব্যবসা-বান্ধব পরিবেশের সৃষ্টি হয়েছে। একই সাথে প্রযুক্তি উৎপাদন ও পরিষেবাসহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগকে আকৃষ্টও করেছে ভারত। পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এর সফল বাস্তবায়ন এবং ব্যবসার প্রক্রিয়াকে সহজতর করার জন্য বিনিয়োগকারীদের কাছে ভারতের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া, ভারতের শক্তিশালী আর্থিক এবং প্রযুক্তি খাতগুলোও বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। ভারতের আইটি শিল্প দক্ষ কর্মশক্তি ও উদ্ভাবনী সমাধানের ক্ষেত্রে বিশ্ববিখ্যাত। এ ক্ষেত্র বিনিয়োগ লাভের ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এম.এস.এইচ/

চীন ভারত

খবরটি শেয়ার করুন