ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফাইল ছবি
২০২৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে রাশিয়ার পতাকা থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বুধবার (৬ সেপ্টেম্বর) ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার (৬ সেপ্টেম্বর) জোর দিয়ে বলেছেন, “রাশিয়া যুদ্ধাপরাধ করছে। ইউক্রেন থেকে শিশুদের বিতাড়িত করেছে। তাই প্যারিস অলিম্পিক গেমসে রাশিয়ার পতাকা থাকতে পারে না।”
এদিকে প্যারিস অলিম্পিকে রাশিয়ান ক্রীড়াবিদদের নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ও তাদের সম্ভাব্য উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ম্যাক্রোঁ বলেন, “আমি আশা করি এটি অলিম্পিক বিশ্বের বিবেকের সিদ্ধান্ত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কি সিদ্ধান্ত নেওয়া উচিত তা আয়োজক রাষ্ট্র ঠিক করে দেবে না। তবে আইওসি সভাপতি টমাস বাখের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে।”
উল্লেখ্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদরা অনেক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। তবে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের দেশের নাম ছাড়া কেবল নিরপেক্ষ খেলোয়াড় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়ার সুপারিশ করেছে আইওসি।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন