শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত। ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়ে ১৫৪ রানেই থামিয়ে দেয় অজিদের। ফলে ২০ রানের জয়ে ৩-১ এ এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নেয় ভারত। 

ভারতের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেড ঝড় তুললেও অন্যপ্রান্তে রক্ষণাত্মক খেলতে থাকেন জস ফিলিপ। প্রথম ৩ ওভারে ৪০ রান আসে তাদের ব্যাট থেকে। তবে রক্ষণাত্মক খেলতে থাকা ফিলিপস থিতু হতে পারেননি উইকেটে বেশিক্ষণ। ৭ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। এরপর উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি আরেক ওপেনার হেডও।

ফিলিপস আউট হবার পরের ওভারেই ১৬ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অক্ষরের বলে আউট হন হেড। ৯ বলে ৮ রান করে অ্যারন হার্ডি আউট হলে ৫২ রানে ৩ উইকেট পড়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ২২ বলে ১৯ রান করে অক্ষরের বলে বোল্ড হন ম্যাকডারমট। শেষ দিকে ম্যাথু ওয়েডের সঙ্গে ম্যাথু শর্ট অস্ট্রেলিয়াকে আশা দেখালেও ২২ রান করে তিনিও বিদায় নেন। শেষ পর্যন্ত ১৫৪ রানেই থামে অজিদের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। পাওয়ার প্লের শেষ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে ৫০ রানের জুটি গড়েন ইয়াশাসভি জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। ২৮ বলে ৩৭ রান করে জয়সওয়াল ফেরার পর শ্রেয়াস আইয়ার ও সুরিয়াকুমারের দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় ভারত। রিঙ্কু সিংয়ের সঙ্গে ৩১ বলে ৪৮ রানের জুটিতে ধাক্কা সামাল দেন রুতুরাজ। তানভির স্যাঙ্ঘার বলে ক্যাচ দেওয়ার আগে এই ওপেনার ২৮ বলে করেন ৩২ রান। 

স্বাগতিকদের রানের গতিতে দম দেওয়ার কাজটা করেন রিঙ্কু ও জিতেশ শার্মা। দুই জনে পঞ্চম উইকেটে ৩২ বলে করেন ৫৬ রান। বেন ডোয়ার্শিসের বলে ক্যাচ দিয়ে জিতেশের বিদায়ে ভাঙে বিপজ্জনক জুটি। ভারতীয় কিপার-ব্যাটসম্যান ১৯ বলে তিন ছক্কা ও এক চারে করেন ৩৫ রান।

নিজের প্রথম ফিফটির আশা জাগিয়ে ৪৬ রানে থামেন রিঙ্কু। তার ২৯ বলের আক্রমণাত্মক ইনিংস গড়া দুই ছক্কা ও চারটি চারে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ পায় সূর্যকুমারের দল। অজিদের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডোয়ার্শিস। স্যাঙ্ঘা ও জ্যাসন বেহরেনডর্ফ নেন দুটি করে উইকেট।

এসকে/

ভারত অস্ট্রেলিয়া সিরিজ জয় টি-টোয়েন্টি

খবরটি শেয়ার করুন