বুধবার (১ নভেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যৌথভাবে প্রকল্পটির উদ্বোধন করার কথা রয়েছে।
প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া জানান, আগামী পহেলা নভেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে দুই দেশের মধ্যে। তবে এখন পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের দিনক্ষণ ঠিক হয়নি। তবে রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ট্রেন চলাচলে এক মাসের বেশি সময় লাগতে পারে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর রেলস্টেশন থেকে খালি কনটেইনার নিয়ে পরীক্ষামূলক ট্রেনটি সোমবার দুপুরে ভারতের নিশ্চিন্তপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনের চূড়ান্ত ট্রায়াল উপলক্ষে গঙ্গাসাগর রেলস্টেশনে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রথম ট্রায়াল রান ট্রেন চলে বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে।
আরো পড়ুন: মৃত প্রবাসীদের পরিবারকে ছয় কোটি টাকার অনুদান
পরীক্ষামূলক ট্রেনের পরিচালক আব্দুর রহিম জানান, আজ ট্রেনের পরিচালক (গার্ড), সহকারী পরিচালক, লোকো মাস্টার ও সহকারী লোকো মাস্টারসহ ৭ জন গঙ্গাসাগর রেলস্টেশনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ট্রেনটি নিয়ে ভারতের নিশ্চিন্তপুর স্টেশনে যান এবং ফিরে আসেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শরৎ শর্মা জানান, উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত। এই রেলপথে ৭৯ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। বাঁক বেশি থাকায় সম্পূর্ণ গতিতে ট্রেন চালানো হবে না।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের জুলাইয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ শুরু হয়। এই রেলপথের বাংলাদেশ অংশে রয়েছে ৬ দশমিক ৭৮ কিলোমিটার।
এসকে/
খবরটি শেয়ার করুন