বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ

সুস্মিতার মতো ফ্ললেস দেখাতে জানতে হবে যেসব বিষয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

নামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তার পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তার নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় আবার প্রেমে পড়েছেন। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। নেটিজেনরা ধারণা করছেন, সৃজিতের নতুন প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি এই জল্পনাকল্পনায় আরও ঘি ঢেলেছে।

যদিও সৃজিত বা সুস্মিতা এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। নিজেদের তারা ‘স্রেফ বন্ধু’ বলে পরিচয় দিতে আগ্রহী। তবে এই গুঞ্জনে যে সুস্মিতার ফেসবুকে অনুসারীর সংখ্যা আরও বেড়ে গেছে, তা বুঝতে বাকি নেই। সৃজিত এবার কোন তরুণীর প্রেম পড়লেন, তা দেখতেই লোকে সুস্মিতা চট্টোপাধ্যায়ের নাম দিয়ে সার্চ দিচ্ছেন।

জনপ্রিয় ম্যাগাজিন ‘সানন্দা’য় বহুবার মডেল হয়েছেন সুস্মিতা। মিষ্টি এই মুখ যদিও কম পরিচিত নয়, তবু ফ্যাশনসচেতন নারীরা একের পর এক তার ছবি স্ক্রল করে যাচ্ছেন তার ফ্ললেস রূপে মুগ্ধ হয়ে। কী করে সুস্মিতার মতো ফ্ললেস মেকআপ করবেন, কীভাবেই-বা যত্ন নিলে এমন পেলব ত্বক পাবেন, তা নিয়েই তো চিন্তা! তাহলে মেনে চলতে পারেন নিচের বিষয়গুলো।

ফ্ললেস মেকআপের প্রথম শর্ত ত্বক দাগ ছোপহীন ঝকঝকে করে ফেলা। আর এ জন্য দীর্ঘদিনের ধারাবাহিক চর্চা গড়ে তুলতে হবে। প্রতিদিন ত্বকের ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং সাপ্তাহিক স্টিম ও স্ক্রাবের রুটিন মেনে চলতে হবে।

সুস্মিতার পেলব ত্বক দেখে ঈর্ষা হচ্ছে? নিয়মিত ময়শ্চারাইজ করতে হবে এমন ত্বক পেতে চাইলে। এ ছাড়া কমপ্যাক্টের সঙ্গে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার ব্লেন্ড করে নিলে নো মেকআপ লুকের জন্য বি বি ক্রিম বানিয়ে ফেলা যায়, এটা তো জানেন? মসৃণ দেখানোর পাশাপাশি এই মিশ্রণ ব্যবহারে ত্বক অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত থাকবে।

অনেক ফাউন্ডেশনেই এসপিএফ ফ্যাক্টর থাকে। বাইরে বেরোনোর আগে গোলাপজল মিশিয়ে সেটা পুরো দেহে সানস্ক্রিনের মতো ব্যবহার করতে পারেন। শরীরের উপেক্ষিত অংশ, যেমন পায়ের পাতা বা হাতের কনুইয়ে ময়শ্চারাইজার মিশিয়ে ফাউন্ডেশন লাগান। ওই অংশ মসৃণ, কোমল ও উজ্জ্বল দেখাবে।

ত্বকের উপযোগী ময়শ্চারাইজার বেছে নিন। তার ওপর স্টিক ফাউন্ডেশন বুলিয়ে হালকা ফেস পাউডার মেখে নিন। খুব দরকার হলে হাইলাইটার ব্যবহার করতে পারেন। আইশ্যাডো আর ব্লাশনের গুঁড়া নেইলপলিশে মিশিয়ে দিন। এক্সক্লুসিভ রং আর ঝলমলে নেইলপলিশ পেয়ে যাবেন।

সুস্মিতার মতো চোখ ড্রামাটাইজ করতে ওপরে ও নিচে আলাদা রঙের আই পেনসিল ব্যবহার করতে পারেন। চাহনিতে সুস্মিতার মতো কোমলতা চাইলে চোখের নিচের পাপড়ি ঘেঁষে সোনালি আইশ্যাডো বুলিয়ে নিতে পারেন। এতে চোখ বড়ও দেখাবে।

জে.এস/

ফ্ললেস মেকআপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250