মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০০৫ সালের হাইকোর্টের আদেশ অনুসরণের নির্দেশ দিল আপিল বিভাগ

আদালত প্রাঙ্গণে মিটিং-মিছিল করলে কোর্টে দাঁড়াতে পারবেন না আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ফাইল ছবি

সুপ্রিম কোর্টসহ সারা দেশের আদালত প্রাঙ্গণে কোনো আইনজীবী মিটিং-মিছিলে অংশ নিলে সেই আইনজীবী বাংলাদেশের কোনো আদালতে মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বুধবার (৩০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ আইনজীবীদের আদালত প্রাঙ্গনে মিটিং-মিছিল না করার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা অনুসরণের জন্য আদেশ দেওয়ার পর গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানান।

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, “আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল-সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের আজ নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ কারণে এখন থেকে আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল করলে সেটা আদালত অবমাননা হবে। যে আইনজীবী মিছিল মিটিংয়ে অংশ নেবেন, তিনি কোনো আদালতে শুনানিতে অংশ নিতে পারবেন না।”

উল্লেখ্য, ২০০৫ সালে বিচারপতি আব্দুল মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মিছিল সমাবেশ না করার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই নির্দেশ অনুসরণের জন্য আজ বুধবার আদেশ দিলেন। 

এম.এস.এইচ/ আই. কে. জে/  


এ এম আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250