সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মহাকাশে নাসার সাথে যৌথ অভিযানে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এই বছর মানব মহাকাশযান পরিচালনার জন্য কৌশলগত কাঠামো তৈরি করছে বলে জানান মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রে প্রথম রাষ্ট্রীয় সফরের সময়েই এই বক্তব্য আসে।

বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা জানান যে, ভারত আর্টেমিস একর্ডস স্বাক্ষর করেছে এবং সমস্ত মানবজাতির সুবিধার জন্য মহাকাশ অনুসন্ধানের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ভারত।

আর্টেমিস একর্ডস হল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এবং অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি বহুপাক্ষিক ব্যবস্থা যার মূল লক্ষ্য হলো ২০২৫ সালের মধ্যে চাঁদে মানুষকে ফিরিয়ে আনা। এর মূল উদ্যোক্তা মার্কিন যুক্তরাষ্ট্র।

ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও জানান যে ভারতীয় জাতীয় সেমিকন্ডাক্টর মিশন ভারতে সেমিকন্ডাক্টর সমাবেশ এবং পরীক্ষার সুবিধা স্থাপনের জন্য মাইক্রোন প্রযুক্তি থেকে ৮০০০ লাখ ডলার পাবে। সম্প্রতি, ভারত এবং যুক্তরাষ্ট্র ভারত-ইউএসএ ৫ম বাণিজ্যিক সংলাপ ২০২৩-এর সময় সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে।

তাছাড়া সেমিকন্ডাক্টর সেক্টরে, আরেকটি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট কোম্পানি দেশে প্রায় ৬০ হাজার ভারতীয় ইঞ্জিনিয়ারদের জন্য একটি প্রশিক্ষণ প্রোগ্রাম ঘোষণা করতে যাচ্ছে।

কর্মকর্তারা জানান যে, যুক্তরাষ্ট্র ভারতে দুটি নতুন কনস্যুলেট খুলতে চায়। এ ব্যাপারে ভারতও অনেক আগ্রহী।

আই. কে. জে/


Important Urgent

খবরটি শেয়ার করুন