ফাইল ছবি
আবারো ব্যালন ডি’অর পেতে পারেন লিওনেল মেসি। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ব্যালন ডি’অরের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৩০ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় লিওনেল মেসির নামও রয়েছে।
এবার ব্যালন ডি’অর জিতলে ক্যারিয়ারে ৮ম বারের মতো ব্যালন ডি’অর পাবেন মেসি। এদিকে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত এ তালিকায় মেসির সাথে আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পের নামও রয়েছে।
ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা করার ক্ষেত্রে ক্লাব এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপের পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাতার বিশ্বকাপে সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তাই এবারও এই পুরস্কারের বড় দাবিদার তিনি।
ব্যালন ডি'অরের জন্য প্রাথমিকভাবে মনোনীতদের তালিকায় অন্যান্যরা হলেন-
ভিক্টর ওসিমেন, লুকা মড্রিচ, হ্যারি কেইন, রবার্ট লেভানডফস্কি, আন্তোনিও গ্রিজমান, লাউতারো মার্তিনেজ, রদ্রি, মার্টিন ওডেগার্ড, ইকাই গুনদোয়ান, হুলিয়ান আলভারেজ, ইয়াসিন বোনো, ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা, মোহাম্মদ সালাহ, জামাল মুসিয়ালা, জাস্কো গার্ভাদিওল, আন্দ্রে ওনানা, কোলো মুয়ানি, জুড বেলিংহ্যাম, ডি ব্রুইনা, বার্নার্দো সিলভা, বুকায়ো সাকা, এমি মার্টিনেজ, নিকোলাস বারেল্লা, রুবেন দিয়াজ, কাভিচা কাভারাৎসখেলিয়া, কিম মিন-জে।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন