রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

আবুধাবিতে হঠাৎ প্রিয় অভিনেতাকে সামনে দেখে কী করলেন জয়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এই মুহূর্তে আবু ধাবিতে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সেখানে বলিউডের এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলিউডের অনেকেই। সেখান থেকে একগুচ্ছ ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জয়া। ছবিতে তাঁর পাশে দেখা গেল এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত অভিনেতাকে। তিনি বিজয় বর্মা। 

বলিউডে এক দিকে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্য দিকে ‘দহাড়’ সিরিজের সাফল্য— বিজয় এখন রয়েছেন প্রচারের আলোয়। এ বার সেই বিজয়ের সঙ্গেই জয়ার সাক্ষাৎ হল। কিন্তু কী ভাবে? আবু ধাবি থেকে আনন্দবাজার অনলাইনের কাছে নেপথ্য রহস্য খোলসা করলেন জয়া।

পরনে নীল ব্লাউজের সঙ্গে ফিউশন শাড়ি। সঙ্গে রয়েছেন অভিনেত্রীর প্রথম হিন্দি ছবি ‘কড়ক সিংহ’-এর পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। ইতিমধ্যেই সেই ছবির শুটিং শেষ করেছেন জয়া। ছবিটি আপাতত মুক্তির অপেক্ষায়। আনন্দবাজার অনলাইনকে জয়া জানালেন, এই ছবির জন্যই টিমের সঙ্গে তিনি আবু ধাবিতে গিয়েছেন। সেখানেই বিজয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ। 

আরো পড়ুন: প্রতিবছরই গুঞ্জনটি আমাকে শুনতে হয়: মিথিলা

জয়া বললেন, ‘‘আমার অত্যন্ত পছন্দের অভিনেতা উনি। ওঁর ‘দহাড়’ সিরিজটি দু’বার দেখে ফেলেছি। এর মাঝেই ওঁর সঙ্গে দেখা হল। টনিদা (অনিরুদ্ধ রায়চৌধুরী) আলাপ করিয়ে দিলেন।’’ এরই সঙ্গে জয়া বললেন, ‘‘প্রিয় অভিনেতাকে কাছে পেলাম। তাই মনে হল একটা ছবি তোলার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। তার পর ওঁর সঙ্গে প্রায় মিনিট দশেক কথা হল।’’ পছন্দের অভিনেতার সঙ্গে আচমকা সাক্ষাতে আপ্লুত অভিনেত্রী। আগামী সপ্তাহে মুক্তি পাবে জয়া অভিনীত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’।

এসি/ আইকেজে 

আবু ধাবি জয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন