সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ইচ্ছা করে বাদ দিয়েছে, বললেন রওশন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দলের চেয়ারম্যান দেবর জিএম কাদেরের সঙ্গে বিরোধের জেরে শেষ পর্যন্ত রওশন এরশাদ নির্বাচনী ট্রেন মিস করেছেন। প্রায় ৩২ বছর পর দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদকে ছাড়া এবার নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি। সঙ্গে তার ছেলে সাদ এরশাদ এবং অনুসারী মসিউর রহমান রাঙ্গাও লাঙ্গলের মনোনয়ন বঞ্চিত হন।

এ ব্যাপারে প্রথমবারের মতো সাংবাদিকদের কাছে ক্ষোভ জানালেন রওশন এরশাদ। বললেন, তাদের ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রওশন এরশাদ। সঙ্গে ছিলেন তার ছেলে এবং অনুসারী কয়েকজন নেতা। গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদের বিরোধী দলীয় নেতা।

এবারের নির্বাচনে জাতীয় পার্টির নেতাদের প্রতি সমর্থন আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রওশন বলেন, আমাদের ইচ্ছা করে বাদ দিয়েছে। কেন সমর্থন থাকবে? তবে ৭ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে সমর্থন আছে বলে জানান তিনি।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না- এমন প্রশ্নে রওশন বলেন, এখন তো আর সময় নেই। আর কী বলবেন।

এ সময় জিএম কাদেরের সমালোচনা করে রওশন বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি। আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করছেন। ওর কথা তার মনে নাই।

আরো পড়ুন: জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণভবনের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি জানান, এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী যেন জাতীয় পার্টির সঙ্গে কোনো জোট না করেন সে ব্যাপারে রওশন এরশাদ অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী দলীয় ফোরামে এ ব্যাপারে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টি রওশন এরশাদ

খবরটি শেয়ার করুন