বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

ঢালিউড

আমি ওই হিরো না যে বউ-বাচ্চার কথা বলবো না: আফরান নিশো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

আফরান নিশো - ছবি: সংগৃহীত

গত ২৯ জুন মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফি নির্মিত এ সিনেমা দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহ থেকে মুঠোফোনে ধারণ করা সিনেমাটির কিছু ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আবার সিনেমাটির কিছু দৃশ্যকে কিছু দর্শক ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন।

এমন পরিস্থিতিতে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। সিনেমার পাইরেসি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যই তারা একত্র হন। সেখানেই প্রাসঙ্গিকভাবে অন্যান্য বিষয় উঠে আসে।


আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’- ছবি: সংগৃহীত

একদিকে প্রথম সিনেমা, আরেকদিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী; এসব কারণে চাপ অনুভব করেছেন কিনা, এমন প্রশ্ন করা হয় নিশোকে। জবাবে তিনি বলেন, ‘চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কিসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি।

এর মধ্যেই এক গণমাধ্যমকর্মী বললেন, ‘বয়সটা বলে দিলেন!’ তখন এলো নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এরকম, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না।’


ছবি: সংগৃহীত

তবে মন্তব্যটিকে নিশো সামলে নেন এভাবে, ‘এসব ধারণা অনেক আগে ছিল যে, তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখাসাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’

আরো পড়ুন:প্রিয়তমা’কে সিন্ডিকেটে আটকানো যাবে না: শাকিব খান

পাইরেসি বা ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে আফরান নিশো বলেছেন, ‘যদি কোনও সিনেমার ক্লিপ ভাইরাল হয়, তখন তো সবারই দায়িত্ববোধ থেকে সেটার বিরুদ্ধে কথা বলা উচিত। কিন্তু সেই দায়িত্ববোধ কই? যখন কোনও দৃশ্য এরকম ফাঁস হয়ে যায়, তখন সংশ্লিষ্টরা বেশি ব্যথিত হন। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে সবারই প্রতিবাদ করা উচিত। চোর যখন অপরাধ করে, তখন ভাবে যে কখনও ধরা পড়বে না। যারাই এসব করছেন, বুঝে অথবা না বুঝে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে বের করা যাবে। কখনও সময় বেশি লাগে, কখনও কম, এটুকুই।’

 ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ঈদের দিন থেকে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

এম/  



আফরান নিশো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250